Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দলের সঙ্গে থাকা সব সময়ই আনন্দদায়ক: সাকিব


১৪ মার্চ ২০২২ ০২:১৬

দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে সাকিব আল হাসানের বিশ্রাম চাওয়া নিয়ে কম জলঘোলা হয়নি। ছুটি মঞ্জুরও হয়েছিল। সেই সাকিবই আজ পূর্ণ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। তার আগে বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের তারকা অলরাউন্ডার বলেন, দলের সঙ্গে থাকা সব সময়ই আনন্দদায়ক।

গত ৬ মার্চ এই বিমানবন্দরে দাঁড়িয়েই সাকিব বলেছিলেন, এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য প্রস্তুত নয়। শারীরিক ও মানসিকভাবে অপ্রস্তুত বলে বিশ্রাম চেয়েছিলেন তিনি। যেটা নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে বহু। বিসিবি পরে সাকিবের ছুটি মঞ্জুরও করে।

বিজ্ঞাপন

কিন্তু শনিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগ্রহের কথা জানান তিনি। সেই প্রেক্ষিতেই আজ রাতে দক্ষিণ আফ্রিকার বিমান ধরেছেন তারকা অলরাউন্ডার। তার আগে বলেছেন, ‘দলের সঙ্গে থাকাটা সব সময়ই ভালো ব্যাপার, মজার ব্যাপার। শেষ ১৫ বছর ধরে আছি। সামনেও হয়তো থাকতে পারলে ভালো লাগবে। দলের সঙ্গে থাকাটাই সব সময় আনন্দের ব্যাপার। আশা করি দলের জন্য সবাই একটা ভালো ফল আনতে পারব।’

দক্ষিণ আফ্রিকায় গিয়ে মানসিকতার পরিবর্তনের প্রত্যাশার কথা শোনালেন সাকিব, ‘অনেক সময় জায়গা পরিবর্তন করলে মানসিকতায়ও পরিবর্তন আসে। আমি ওই আশাটাই করছি। সতীর্থ, টিম ম্যানেজমেন্ট, কোচিং স্টাফরা সব সময় আমাকে সমর্থন করেছে। এবারও তারা একই রকম সহায়তা করবে। আমি চেষ্টা করব এটার প্রতিদান দিতে।’

দক্ষিণ আফ্রিকার মাটিতে এখনো দলটিকে হারাতে পারেনি বাংলাদেশ। এবারের সফরের আগে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বারবার সেই আক্ষেপ ঘোচানোর প্রত্যাশার কথা জানানো হয়েছে। বিতর্ক শেষে দক্ষিণ আফ্রিকার বিমান ধরার আগে সাকিবও সেই সুরে সুর মেলালেন।

বিজ্ঞাপন

বলেছেন, ‘কাল অনুশীলন হলে সেই সময় আমি উপস্থিত থাকব। ওইভাবে কিছুই মিস হচ্ছে না। আমার ধরণা প্রস্তুতির পর্যাপ্ত সময় আছে। প্রত্যাশা থাকবে যেন জিততে পারি। সিরিজ জিততে পারলে খুবই ভালো। একটা ম্যাচ জিততে পারলেও আমি মনে করি খুব ভালো অর্জন হবে। আমার ধারণা, পুরো দলেরই একই রকম লক্ষ্য থাকবে এবং সেভাবেই আমরা প্রস্তুতি নেব।’

বাংলাদেশ- দক্ষিণ আফ্রিকা সাকিব আল হাসান

বিজ্ঞাপন

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর