Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে রোমাঞ্চিত বাংলাদেশ অধিনায়ক


১৩ মার্চ ২০২২ ২১:১৫ | আপডেট: ১৩ মার্চ ২০২২ ২১:১৬

নারী ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত জয়হীন বাংলাদেশ। তিন ম্যাচ খেলে সালমা খাতুন, জাহানারা আলমরা জিততে পারেনি একটিও। রাত পোহালেই পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। তার আগে রোমাঞ্চিত বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা।

প্রথমবার বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ জয় পাওয়ার ক্ষেত্রে যে ম্যাচটির দিকে সবচেয়ে বেশি তাকিয়ে ছিল সেটা পাকিস্তান ম্যাচ। বিশ্বকাপের সাত প্রতিপক্ষের মধ্যে শক্তি ও সামর্থের দিক দিয়ে কেবল পাকিস্তানেরই কাছাকাছি বাংলাদেশ। ওয়ানডেতে এই দলের বিপক্ষে সাফল্যও সবচেয়ে বেশি নিগারদের। এখন পর্যন্ত দুই দল ১১ ম্যাচ খেলে ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে ৫টিতে, পাকিস্তান জিতেছে ৬ ম্যাচ। সব মিলিয়ে জয় পাওয়ার ক্ষেত্রে পাকিস্তান ম্যাচের দিকেই বেশি করে তাকিয়ে বাংলাদেশ।

বিজ্ঞাপন

সোমবার (১৪ মার্চ) ভোরে হ্যামিল্টনে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে আজ রোববার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে নিগার সুলতানা বলেন, ‘সত্যি বলতে আমরা ওদেরকে খুব ভালোভাবে চিনি। ওদের সঙ্গে অনেক খেলেছি আমরা। খুব ভালো ধারণা আছে ওদের নিয়ে। আমি মনে করি, বিশ্বকাপে আমাদের প্রথম জয় পাওয়ার খুব ভালো সুযোগ আছে। আমরা রোমাঞ্চিত।’

বিশ্বকাপে এখন পর্যন্ত জয় না পেলেও দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে বেশ ভালো ক্রিকেট খেলেছে বাংলাদেশ। পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে সেই দুই ম্যাচের পারফরম্যান্স শক্তি যোগাচ্ছে নিগারকে।

তিনি বলেন, ‘গত দুই ম্যাচে মেয়েরা যেভাবে খেলেছে, তা দুর্দান্ত। হয়তো ফল আমাদের পক্ষে আসেনি। তবে আমি মনে করি, গত দুই ম্যাচে অনেক উন্নতি হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বোলাররা যেমন করেছে এবং নিউ জিল্যান্ডের বিপক্ষে ব্যাটারদের পারফরম্যান্স দারুণ ছিল। যদি আমাদের ব্যাটিং ও বোলিং পরিকল্পনার বাস্তবায়ন একসঙ্গে করতে পারি, তাহলে দারুণ ম্যাচ হবে।’

বিজ্ঞাপন

পাকিস্তান ম্যাচের আগে ছয় দিনের বড় একটা বিরতি পেয়েছে বাংলাদেশি মেয়েরা। যেটা প্রস্তুত হতে আরও বেশি সহায়তা করেছে বলছেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, ‘আমাদের ভালো অনুশীলন সেশন হয়েছে এখানে। খুব ভালো বিশ্রামও পেয়েছি আমরা। পরের ম্যাচের জন্য আমরা প্রস্তুত।’

নারী ওয়ানডে বিশ্বকাপ নিগার সুলতানা বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর