Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিপিএলের প্রথম দিনে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও রূপগঞ্জের ম্যাচ


১৩ মার্চ ২০২২ ১৭:০১

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) মাঠের খেলা শুরু হতে যাচ্ছে একদিন পর। এবারের লিগও হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। সব কিছু ঠিক থাকলে মঙ্গলবার (১৫) মাঠে গড়াবে এবারের ডিপিএল। আসরের প্রথম দুই রাউন্ডের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে সিসিডিএম। সূচি মতে, প্রথম দিনেই মাঠে নামবে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের মুখোমুখি হবে প্রথম বিভাগ থেকে উঠে আসা দল রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।

বিজ্ঞাপন

উদ্বোধনী দিনে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকেএসপির ৩ নম্বার মাঠে খেলতে নামবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও সিটি ক্লাব। একই সময়ে বিকেএসপির ৪ নম্বার মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জের মুখোমুখি হবে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

এবারের ডিপিএলকে সামনে রেখে বেশ তারুণ্য নির্ভর দল সাজিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। বাংলাদেশকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতানো অধিনায়ক আকবর আলীকে দেওয়া হয়েছে নেতৃত্ব। অপর দিকে প্রথম বিভাগ থেকে উঠে আসা রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ডিপিএলের জন্য বেশ শক্ত স্কোয়াড সাজিয়েছে।

ডিপিএলের প্রথম রাউন্ডের সূচি

১৫ মার্চ, ২০২২

আবাহনী লিমিটেড বনাম রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব (মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে)

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম সিটি ক্লাব (বিকেএসপির ৩ নম্বার মাঠে )

গাজী গ্রুপ ক্রিকেটার্স বনাম লিজেন্ডস অব রূপগঞ্জ (বিকেএসপির ৪ নম্বার মাঠে)

বিজ্ঞাপন

১৬ মার্চ, ২০২২

শেখ জামাল ধানমন্ডি ক্লাব বনাম খেলাঘর সমাজ কল্যাণ সমিতি (বিকেএসপির ৩ নম্বার মাঠে)

মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম শাইনপুকুর ক্রিকেট ক্লাব (মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে)

দ্বিতীয় রাউন্ডের সূচি

১৮ মার্চ, ২০২২

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাস (বিকেএসপির ৪ নম্বার মাঠে)

গাজী গ্রুপ ক্রিকেটার্স বনাম সিটি ক্লাব (মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে)

শেখ জামাল ধানমন্ডি ক্লাব বনাম লিজেন্ডস অব রূপগঞ্জ (বিকেএসপির ৩ নম্বার মাঠে)

১৯ মার্চ ২০২২

মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম খেলাঘর সমাজ কল্যাণ সমিতি (মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে)

ব্রাদার্স ইউনিয়ন বনাম শাইনপুকুর ক্রিকেট ক্লাব (বিকেএসপির ৩ নম্বার মাঠে)

গাজী গ্রুপ ক্রিকেটার্স ডিপিএল রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর