Tuesday 14 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২২ ১৫:০৪ | আপডেট: ১২ মার্চ ২০২২ ১৮:২৮

আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন সাকিব আল হাসান। আগামীকাল রোববার (১২ মার্চ) রাতে রওনা দিবেন তিনি।

শনিবার (১২ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে এ কথা সাকিব নিজেই জানান।

সাকিব সাংবাদিকদের বলেন, পাপন ভাইয়ের (নাজমুল হাসান) সঙ্গে পরশু রাতেও কথা হয়েছে। আজও উনার সঙ্গে কথা হয়েছে। যেহেতু তিন সংস্করণেই আছি, তিন সংস্করণেই সবসময় দল ডাকলে খেলার জন্য প্রস্তুত থাকব। বোর্ড সিদ্ধান্ত নেবে কখন বিশ্রাম দেওয়া দরকার। দক্ষিণ আফ্রিকা সফরেও আমি এভেইলেবল।

এর আগে আলোচনা-সমালোচনার মধ্যেই সাকিব আল হাসানের বিশ্রামের আবেদন মঞ্জুর করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সাকিবকে সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রাম দেয় বিসিবি।

বুধবার (৯ মার্চ) এ তথ্য জানিয়েছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। এতে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের পাশাপাশি আগামী ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগও (ডিপিএল) খেলা হচ্ছে না সাকিবের বলে জানান তিনি।

জালাল ইউনুস সাংবাদিকদের বলেছিলেন, ‘দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে সাকিবের সঙ্গে কথা হয়েছে। তাকে কল করেছিলাম। জানতে চেয়েছি, তোমার পরিকল্পনা বলো।’ সাকিব বলেছে, ‘‘আমি এখনো মনে করি, মানসিক এবং শারীরিকভাবে আনফিট। এজন্য দক্ষিণ আফ্রিকা সফর স্কিপ করতে চাচ্ছি।’’ যেহেতু সাকিব এখন খেলতে চাইছে না আমরা তাকে বিরতি দিচ্ছি। ৩০ এপ্রিল পর্যন্ত তাকে বিরতি দেওয়া হয়েছে সবধরনের ক্রিকেট থেকে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম

সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর