Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিবকে সরিয়ে দেওয়া কঠিন: রাজ্জাক


১১ মার্চ ২০২২ ১৭:৫২ | আপডেট: ১১ মার্চ ২০২২ ১৭:৫৫

টেস্ট ক্রিকেটে সম্প্রতি সময়ে সাকিব আল হাসানের আগ্রহ নিয়ে প্রশ্ন অনেকের। আইসিসির নিষেধাজ্ঞা থেকে ফেরার পর মাত্র ৩টি টেস্ট খেলেছেন তিনি। আইপিএল খেলতে গত বছর শ্রীলংকার বিপক্ষে টেস্ট খেলেননি। নিউজিল্যান্ড সফরেও যাননি। দক্ষিণ আফ্রিকা সফরের ঠিক আগ মুহূর্তে বিশ্রাম চেয়ে নিয়েছেন। সাকিবের টেস্ট ছাড়ার গুঞ্জনও উঠেছিল। এদিকে, একদিন আগে প্রকাশিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে ওয়ানডে, টি-টোয়েন্টির সঙ্গে টেস্ট ক্যাটাগরিতেও সাকিবের নাম রয়েছে। বিষয়টি নিয়ে প্রশ্ন অনেকের মনেই।

বিজ্ঞাপন

সম্প্রতি সময়ে টেস্ট ক্রিকেট নিয়ে ‘অনাগ্রহ’ দেখানো সাকিবকে চুক্তিতে রাখার বিষয়টি ঠিক কিনা সেই প্রশ্ন উঠছে অনেক জায়গা থেকেই। এদিকে বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক বললেন, সাকিবের মতো ক্রিকেটার নিজ থেকে সরে না গেলে বাদ দেওয়া কঠিন।

আইপিএল খেলতে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজ থেকে আগেই ছুটি চেয়েছিলেন সাকিব। কিন্তু পরে আইপিএলের দল পাননি তিনি। সে হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে বাঁধা থাকে না। সাকিবের সঙ্গে কথা বলেই দক্ষিণ আফ্রিকা সফরে তার নাম রাখা হয়। কিন্তু সফরের আগ মুহূর্তে হুট করেই গণমাধ্যমের সামনে ‘বিশ্রাম প্রয়োজন’ বলে জানান সাকিব।

তার পরের দিনই সাকিবকে রেখে তিন সংস্করণের কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করে বিসিবি। শুক্রবার (১১ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এমন প্রশ্নে নির্বাচক আব্দুর রাজ্জাক বলেন, ‘বোর্ড প্রথমে কথা বলেছে, কে কোন সংস্করণে খেলতে চান। তারপর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাকিব কিন্তু এখনো কোনো সংস্করণ থেকে সরে যাননি। সাকিব সেই মাপের খেলোয়াড়, যে নিজে থেকে কোনো সংস্করণ থেকে সরে না গেলে তাঁকে সরিয়ে দেওয়া কঠিন।’

সাংবাদিকদের কাছে আব্দুর রাজ্জাকের প্রশ্ন, নির্বাচক হলে সাকিবকে কি বাদ দিতে পারতেন? রাজ্জাক বলেন, ‘এখনো সাকিবের সঙ্গে আমাদের সে রকম কোনো কথা হয়নি। যেহেতু হয়নি, হুট করে একটা কথা বলে দেওয়া ঠিক নয়। কথা হলে জানতে পারবেন। আপনি যদি নির্বাচক হতেন, কী করতেন? সাকিবকে বাদ দিতেন, না রাখতেন?’

আব্দুর রাজ্জাক বিসিবি সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর