Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিব তিন ফরম্যাটের চুক্তিতে রাখার ব্যাখ্যা দিলেন নান্নু


১১ মার্চ ২০২২ ১৬:৪৭ | আপডেট: ১১ মার্চ ২০২২ ১৭:১৮

সম্প্রতি সময়ে টেস্ট ক্রিকেটে সাকিব আল হাসানের আগ্রহ নিয়ে প্রশ্ন আছে অনেকের। অনেকদিন যাবতই টেস্ট বেছে বেছে খেলছেন তারকা অলরাউন্ডার। বাংলাদেশের সর্বশেষ ৯ টেস্টে সাকিব খেলেছেন মাত্র ৩টিতে। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেও ছুটি নিয়েছেন তিনি। এদিকে, একদিন আগে প্রকাশিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তির তিন ফরম্যাটেই সাকিবের নাম দেখা গেছে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানালেন, তিন ফরম্যাটে খেলতে চেয়েছেন বলেই সাকিবকে তিন ফরম্যাটের চুক্তিতে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

আইপিএল খেলতে গত বছর শ্রীলংকার বিপক্ষে টেস্ট খেলেননি সাকিব। নিউজিল্যান্ড সফর থেকেও ছুটি নিয়েছিলেন। এবারের দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজ থেকে আগেই ছুটি নিয়ে রেখেছিলেন আইপিএল খেলবেন বলে। কিন্তু আইপিএলে পরে দল পাননি। সে হিসেবে সাকিবকে রেখেই দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা করা হয়। কিন্তু সফরের আগ মুহূর্তে ‘বিশ্রাম’ চেয়ে নিয়েছেন তিনি। এমন একজনকে টেস্ট ফরম্যাটের চুক্তিতে রাখা হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছিল।

বিজ্ঞাপন

শুক্রবার (১১ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘বোর্ড ওকে ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্রাম দিয়েছে। এরপর থেকে ওকে পাওয়া যাবে। আমাদের কাছে যে তথ্য আছে, তাতে তিন সংস্করণেই ওকে পাওয়া যাবে। খেলোয়াড় হিসেবে অনেক বড় মাপের, বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন। সেই হিসেবে ওর কাছ থেকে সেরাটাই আমরা চাই, যখনই ওকে পাব। সেজন্য ওকে তিন সংস্করণেই রাখা হয়েছে, যেহেতু এবছর আমাদের অনেক খেলা আছে ‘

আরেক নির্বাচক আব্দুর রাজ্জাক বলেন, ‘কেউ দু-একটি সিরিজ বিশ্রাম নিলেই যে তিন সংস্করণে রাখা যাবে না, তা তো নয়। প্রথমে কিন্তু ক্রিকেট বোর্ড কথা বলেছে, কে কোন ফরম্যাটে খেলতে চায়। তার পর বিবেচনা করা হয়েছে যে কাকে কোন ফরম্যাটে রাখা যাবে। সাকিব কিন্তু কোনো ফরম্যাট থেকে সরে যায়নি। সাকিব যে মাপের ক্রিকেটার, কোনো ফরম্যাট থেকে নিজে সরে না গেলে বোর্ডের জন্য সরিয়ে দেওয়া কঠিন, কারণ যে মাপের পারফর্মার ও।’

সাকিবের সঙ্গে কথা বলেই দক্ষিণ আফ্রিকা সফরের দলে তাকে রাখা হয়েছিল। কিন্তু সফরের আগ মুহূর্তে ‘বিশ্রাম’ চেয়ে বসেন তিনি। প্রধান নির্বাচক বললেন, জোর করে তো আর খেলানো যায় না!

মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘নির্বাচকরা ও টিম ম্যানেজমেন্ট থেকে পরিকল্পনা করে দল দেওয়া হয়। এরপর বোর্ডও অনুমোদন দেয়। না যাওয়াটা অবশ্যই ব্যাকফায়ারের মতো হয়। জোর করে তো খেলানো যায় না।’

বিসিবি মিনহাজুল আবেদিন নান্নু সাকিব আল হাসান

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর