Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ, তিন ফরম্যাটেই সাকিব


১০ মার্চ ২০২২ ১৯:৪০ | আপডেট: ১১ মার্চ ২০২২ ০০:২৪

সাকিব আল হাসানকে তিন ফরম্যাটে রেখেই ২০২২ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব মিলিয়ে এবারের চুক্তিতে জায়গা পেয়েছেন মোট ২১ জন ক্রিকেটার। গত বছরের কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন ২৪ জন।

বৃহস্পতিবার (১০ মার্চ) এক বিবৃতিতে চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিবি। কেন্দ্রীয় চুক্তিতে নতুন মুখ মাহমুদুল হাসান জয়। বাদ পড়েছেন শামীম হোসেন পাটোয়ারী, আবু জায়েদ রাহী, সাইফ হাসান, সৌম্য সরকার ও মোহাম্মদ সাইফউদ্দিন।

বিজ্ঞাপন

এবারও আলাদা আলাদা ফরম্যাটে চুক্তি করেছে বিসিবি। তাতে তিন ফরম্যাটের চুক্তিতেই আছেন সাকিব। সাকিব ছাড়াও তিন ফরম্যাটে আরও আছেন মুশফিকুর রহিম, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

টি-টোয়েন্টি থেকে ছয় মাসের বিরতি নেওয়া তামিম ইকবাল আছেন ওয়ানডে ও টেস্টের চুক্তিতে। অন্যদিকে টেস্ট অধিনায়ক মুমিনুল হক আছেন শুধু টেস্টের চুক্তিতে। টেস্ট থেকে অবসর নেওয়া মাহমুদউল্লাহ রিয়াদ আছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের চুক্তিতে।

টেস্টের চুক্তিতে এবার রয়েছেন মোট ১৪ ক্রিকেটার। টেস্ট ও ওয়ানডের চুক্তিতে আছেন ১০ জন। ওয়ানডের চুক্তিতে আছেন ১০ জন এবং টি-টোয়েন্টির চুক্তিতে আছেন ১২ জন।

২০২২ সালের বিসিবির কেন্দ্রীয় চুক্তি

তিন সংস্করণ

মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম।

টেস্ট

মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন, ইবাদত হোসেন, সাদমান ইসলাম, ইয়াসির আলী, মাহমুদুল হাসান।

ওয়ানডে

মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, মোস্তাফিজুর রহমান, আফিফ হোসেন।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি

মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মাহমুদউল্লাহ, মোস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, নুরুল হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান।

টপ নিউজ বিসিবি সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর