Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণ আফ্রিকায় সাকিবকে মিস করবেন তাসকিন


১০ মার্চ ২০২২ ১৭:১৬

অনেক জলঘোলার পর শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন না সাকিব আল হাসান। তারকা পেসার তাসকিন আহমেদ বললেন, দক্ষিণ আফ্রিকায় সাকিবকে মিস করবেন তিনি।

একদিন পর তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকার বিমান ধরবে বাংলাদেশ ক্রিকেট দল। সাকিবের সঙ্গে কথা বলে তাকে রেখে দুই সিরিজের জন্য দল ঘোষণা করেছিল বাংলাদেশ। কিন্তু পরে ‘খেলতে প্রস্তুত নয়’ বলে সিরিজ থেকে ছুটি চান তারকা অলরাউন্ডার।

বিজ্ঞাপন

এ নিয়ে দুদিন যাবত অনেক আলোচনা-সমালোচনার পর সাকিবকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ছুটি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কাল তাকে ছাড়াই দক্ষিণ আফ্রিকার বিমান ধরবে বাংলাদেশ দল।

আজ বৃহস্পতিবার (১০ মার্চ) মিরপুর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাকিবকে ‘এক্স ফ্যাক্টর’ বললেন তাসকিন। বলেছেন, ‘(সাকিবকে) অনেক মিস করব আসলে। সাকিব ভাই সবসময় এক্স ফ্যাক্টর। উনি থাকলে যেকোনো দলের জন্য সবসময় ভালো হয়। যদি না খেলে, আমরা অনেক মিস করব।’

উল্লেখ্য, সব কিছু ঠিক থাকলে আগামী ১৮ মার্চ থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে ৩০ মার্চ।

টপ নিউজ তাসকিন আহমেদ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর