Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইন্টারের কাছে হেরেও শেষ আটে লিভারপুল

স্পোর্টস ডেস্ক
৯ মার্চ ২০২২ ০৩:৫৯ | আপডেট: ৯ মার্চ ২০২২ ১৪:০৩

ঘরের মাঠ অ্যানফিল্ডে ইন্টার মিলানের কাছে ১-০ গোলের ব্যবধানে হেরেছে লিভারপুল। উয়েফা চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অব ১৬’র দ্বিতীয় লেগে ঘরের মাঠে ইন্টারের কাছে হারলেও দুই লেগ মিলিয়ে ২-১ গোলের ব্যবধানে জিতে শেষ আটের টিকিট কেটেছে লিভারপুল।

কোয়ার্টার ফাইনালের টিকিট অনেকটা প্রথম লেগে ইন্টার মিলানের মাঠ থেকেই নিশ্চিত করে এসেছিল লিভারপুল। প্রথম লেগে ইন্টারের মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফেরা অল রেডরা দ্বিতীয় লেগে ঘরের মাঠ অ্যানফিল্ডে স্বস্তি নিয়েই নেমেছিল। কিন্তু খেলার ময়দানে শেষটা স্বস্তির হয়নি স্বাগতিকদের। শেষ পর্যন্ত শেষ আটের টিকিট কাটলেও লটারো মার্টিনেজের গোলে ইন্টার মিলানের কাছে হেরে গেছে অল রেডরা। তাই তো লিভারপুল একটু অতিরিক্ত ধন্যবাদ জানাতেই পারেন প্রথম লেগে ইন্টারের মাঠে দুই গোলদাতা রবের্তো ফিরমিনো এবং মোহাম্মদ সালাহকে।

বিজ্ঞাপন

অ্যানফিল্ডে গোটা ম্যাচের ৬৩ শতাংশ বল নিজেদের দখলে রেখেছিল লিভারপুল। ১২টি শট নিয়েছিল ইন্টারের গোল বরাবর, তৈরি করেছিল তিনটি গোলের সুযোগও। তবুও শেষ পর্যত ইন্টারের কাছে হারতে হয়েছে অল রেডদের। এর জন্য অবশ্য স্বাগতিক সমর্থকর দুষতে পারেন ভাগ্যকে। মাতিপের হেড, মোহাম্মদ সালাহর দুটি শট গোল পোস্টে লেগে ফিরে না আসলে ফলাফল ভিন্ন হতেও পারতো লিভারপুলের জন্য। তবে তাতেও খুব বেশি ক্ষতি হয়নি তাদের। পরের রাউন্ডের টিকিট ঠিকই কেটেছে সালাহ-মানেরা।

ম্যাচের আধা ঘন্টা ছোঁয়ার সঙ্গে সঙ্গেই লিড নিতে পারতো লিভারপুল। ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের নেওয়া ফ্রিকিক থেকে পাওয়া বলে মাথা ছুঁইয়েছিলেন মাতিপ। কিন্তু তার শক্তিশালী হেড ক্রসবারে লেগে প্রতিহত হলে গোল বঞ্চিত হয় লিভারপুল। এর মিনিট দুই পরে ভার্জিল ভ্যান ডাইকের দুর্দান্ত হেডার ইন্টার গোলরক্ষক হ্যান্ডানোভিচকে পরাস্ত করলেও শেষ মুহূর্তে অবিশ্বাস্য সেভ দেন ডিফেন্ডার স্ক্রিনিয়ার। এতেই প্রথমার্ধ গোল শূন্য কাটে দুই দলের।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধের শুরুতে গোলের খুব কাছে গিয়েও হতাশ হতে হয় অল রেডদের। ৫১ মিনিটে ডিয়েগো জোটার কাছ থেকে দারুণ এক বল পেয়েও জালে জড়াতে পারেননি মোহাম্মদ সালাহ। ডি-বক্সের ভেতর পাওয়া বলটি শট নেন সালাহ কিন্তু গোলপোস্টে লেগে তা প্রতিহত হয়। এরপর ম্যাচে কিছুটা ঘুরে দাঁড়াতে চেষ্টা করতে থাকে ইন্টার। অবশেষে ম্যাচের ৬১তম মিনিটে দেখা মেলে গোলের।

অ্যালেক্সিস সানচেজের কাছ থেকে পাওয়া বল জোরালো শটে জালে জড়ান আর্জেন্টাইন স্ট্রাইকার লটারো মার্টিনেজ। আর তাতেই অ্যানফিল্ডে ১-০ গোলে এগিয়ে গেল ইন্টার। ম্যাচের তখনও বাকি প্রায় আধা ঘণ্টা। ঘটতে পারতো যেকোনো কিছুই। কিন্তু এরপরের মিনিটেই থিয়াগোকে বেপরোয়া ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সানচেজ। আর তাতেই শেষ প্রায় ৩০ মিনিট ১০ জনের দল নিয়ে খেলতে হয় ইন্টারকে।

১০ জনের ইন্টার মিলানও বেশ চাপে রেখেছিল লিভারপুলকে। আর এক গোল করতে পারলেই খেলা গড়াত অতিরিক্ত সময়ে। সেখানে হতে পারত যেকোনো কিছুই। অন্যদিকে এদিন যেন গোলের সঙ্গে কোনো শত্রুতা হয়েছিল অল রেডদের। দুইবার গোলপোস্টে লেগে গোল প্রতিহত হওয়ার পর ম্যাচের ৭১তম মিনিটে আবারও লিভারপুলের বিধিবাম সেই গোলপোস্টই। সাদিও মানের দুর্দান্ত এক পাস পেয়ে হ্যান্ডানোভিচকে পরাস্ত করে শট নিয়েছিলেন সালাহ কিন্তু গোলপোস্টে লেগে প্রতিহত হয় এবারও।

শেষ পর্যন্ত লিভারপুল পায়নি গোলের দেখা। অন্যদিকে লটারো মার্টিনেজের করা একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পায় ইন্টার মিলান। কিন্তু প্রথম লেগে ২-০ গোলে জয় পাওয়া লিভারপুল দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে জিতে পেয়ে যায় কোয়ার্টার ফাইনালের টিকিট।

সারাবাংলা/এসএস

উয়েফা চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের টিকিট টপ নিউজ লিভারপুল বনাম ইন্টার মিলান শেষ ষোলর লড়াই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর