Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ সিরিজের জন্য দ. আফ্রিকা দল ঘোষণা


৮ মার্চ ২০২২ ১৮:২২

বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের এই সিরিজের জন্য শক্ত দলই ঘোষণা করেছে স্বাগতিকরা।

গত জানুয়ারিতে দেশের মাটিতে ভারতকে ৩-০ ব্যবধানে সিরিজ হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ওই সিরিজ খেলা বেশিরভাগ ক্রিকেটাররই আছেন বাংলাদেশ সিরিজের দলে।

সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি মাঠে গড়াবে ১৮ মার্চ, সেঞ্চুরিয়ানে। ২০ তারিখে জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে সেঞ্চুরিয়ানে, ২৩ মার্চ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে প্রোটিয়াদের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকা দল: তেম্বা বাভুমা (অধিনায়ক), কেশব মহারাজ, কুইন্টন ডি কক, জুবায়ের হামজা, মার্কো ইয়ানসেন, ইয়ানেমান ম্যালান, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, ওয়াইন পার্নেল, আন্দিলে ফিকোয়াও, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরিজ শামসি, রাসি ফন ডার ডুসেন, কাইল ভেরেইনা।

বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ- দক্ষিণ আফ্রিকা

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর