Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডি ব্রুইন নৈপুণ্যে ইউনাইটেডকে উড়িয়ে দিল ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
৭ মার্চ ২০২২ ০০:৩৬ | আপডেট: ৭ মার্চ ২০২২ ০১:০৬

ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেডকে ৪-১ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। কেভিন ডি ব্রুইন এবং রিয়াদ মাহারেজ উভয়ই করেন জোড়া গোল। আর ইউনাইটেডের হয়ে একটি গোল করেন জডান সানচো।

এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিলের শীর্ষস্থানেই রইল ম্যানচেস্টার সিটি। এদিকে সিটির কাছে এমন হারের পর টেবিলের পাঁচে নেমে গেছে রেড ডেভিলরা। আর্সেনাল নিজেদের ম্যাচে ওয়াটফোর্ডকে হারিয়ে উঠে এসেছে তিনে। যথারীতি টেবিলের দুইয়ে লিভারপুল এবং তিনে আছে চেলসি।

বিজ্ঞাপন

ম্যানচেস্টার ডার্বির মহাগুরুত্বপূর্ণ ম্যাচে রেড ডেভিলদের স্কোয়াডেই ছিলেন না ক্রিস্টিয়ানো রোনালদো এবং এডিনসন কাভানি। এই দুই তারকাকে ছাড়াই একাদশ সাজান রালফ র‍্যাগ্নিক।

চতুর্থ খেলোয়াড় হিসেবে ম্যানচেস্টার ডার্বির প্রথমার্ধেই জোড়া গোলের দেখা পেলেন কেভিন ডি ব্রুইন। তার আগে ১৯৯৩ সালে নিয়াল কুইন (ম্যানচেস্টার সিটি), ১৯৯৪ সালে এরিক ক্যান্টোনা (ম্যানচেস্টার ইউনাইটেড, ২০১২ সালে ওয়েন রুনি (ম্যানচেস্টার ইউনাইটেড) এবং ২০২২ সালে এসে সিটিজেনদের হয়ে প্রথমার্ধেই জোড়া গোলের দেখা পেলেন ডি ব্রুইন।

ম্যাচের তখন মাত্র পাঁচ মিনিটের খেলা চলছে। বাঁ দিক থেকে জ্যাক গ্রিলিশ দুর্দান্ত এক পাস দেন বার্নার্দো সিলভার উদ্দেশ্যে। গ্রিলিশের পাস ধরে বল এগিয়ে নিয়ে ডি-বক্সের ভেতর থাকা ডি ব্রুইনকে চমৎকার একটি থ্রু বল দেন সিলভা। আর এমন জায়গায় বল পেয়ে তা আর বিফলে যেতে দেননি বেলজিয়ান তারকা। বাঁ পায়ের টোকাতে বল জালে জড়িয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন ডি ব্রুইন।

মিনিট তিনেক পরে সমতায় ফিরতে পারতো ইউনাইটেড। ব্রুনো ফার্নান্দেজের দারুণ এক বল খুঁজে নেয় ফ্রেডকে। কাইল ওয়াকারকে কাটিয়ে গোল বরাবর শট করেছিলেন ফ্রেড কিন্তু তার শট রুখে দেন এডারসন। ফিরতি বলে বিপদ বাড়ানোর আগেই বল ক্লিয়ার করেন গ্রিলিশ।

বিজ্ঞাপন

অবশ্য সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি ইউনাইটেড। ম্যাচের ২২তম মিনিটে রেড ডেভিলদের সমতায় ফেরান জডান সানচো। প্রতি আক্রমণে সিটির অর্ধে সানচোর উদ্দেশ্যে বল বাড়ান পল পগবা, তার বল ধরে বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন সানচো। এতেই ১-১ গোলে সমতায় ফেরে রেড ডেভিলরা।

ইউনাইটেডকে বেশি সময় স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেননি ডি ব্রুইন। ২৮ মিনিটের মাথায়। ফিল ফোডেনের দুর্দান্ত এক শট রুখে দেন ডি গিয়া, ফিরতি বল পেয়ে শট নেন বার্নার্দো সিলভা কিন্তু তার শট আটকে দেন ইউনাইটেড ডিফেন্ডার হ্যারি মাগুয়ের। তবে মাগুয়ের আটকে দিলেও সেখান থেকে বল বিপদমুক্ত করতে ব্যর্থ হব অ্যালেক্স টেয়াস। আর সেখান থেকে বল পেয়ে বাঁ দিকের কোণা দিয়ে বল জালে জড়িয়ে সিটিকে ২-১ গোলের ব্যবধানে এগিয়ে নেন ডি ব্রুইন।

প্রথমার্ধের শেষ দিকে সমতায় ফেরার দারুণ একটি সুযোগ হাতছাড়া করেন জডান সানচো। ব্রুনো ফার্নান্দেজ, পল পগবা এবং ফ্রেড এই তিন মিডফিল্ডার মিলে সিটির রক্ষণে ফাটল ধরান। আর সেখান থেকে সানচোকে দারুণ এক বল দিলেও তিনি শট গোলপোস্টের উপর দিয়ে মারলে আর সমতায় ফেরা হয়নি রেড ডেভিলদের।

দ্বিতীয়ার্ধে ফিরেই দুর্দান্ত শুরু করে ম্যানসিটি। একের পর এক আক্রমণে ইউনাইটেডের রক্ষণের ভালোই পরীক্ষা নিচ্ছিল সিটিজেনরা। তবে তৃতীয় গোলের জন্য গার্দিওলার শিষ্যদের অপেক্ষা করতে হয় ম্যাচের ৬৮তম মিনিট পর্যন্ত। কর্নার থেকে ভাসানো বল দেন ডি ব্রুইন, পেছন থেকে দৌড়ে এসে ডি গিয়া এবং মাগুয়েরকে পরাস্ত করে বল জালে জড়িয়ে সিটিকে ৩-১ গোলের লিড এনে দেন রিয়াদ মাহারেজ।

এরপর ম্যাচের অন্তিম মুহূর্তে এসে রিয়াদ মাহারেজ নিজের দ্বিতীয় গোলটি করেন কিন্তু লাইন্সম্যান অফসাইডের কারণে তা বাতিল করে দেয়। এরপর ভিএআরের সাহায্য নিয়ে রেফারি গোল প্রদান করলে সিটি ৪-১ ব্যবধানে এগিয়ে যায়। শেষ পর্যন্ত ওই ৪-১ গোলের ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি। ২০২১ সালের ৬ নভেম্বর মৌসুমে দুই দলের প্রথম দেখাতে ইউনাইটেডকে তাদের ঘরের মাঠেই ২-০ গোলের ব্যবধানে হারিয়েছিল ম্যানচেস্টার সিটি।

সারাবাংলা/এসএস

ইংলিশ প্রিমিয়ার লিগ কেভিন ডি ব্রুইন টপ নিউজ ম্যানচেস্টার ডার্বি ম্যানচেস্টার সিটি বনাম ম্যানচেস্টার ইউনাইটেড

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর