এই মুহূর্তে আমি আন্তর্জাতিক ক্রিকেট খেলতে প্রস্তুত না: সাকিব
৬ মার্চ ২০২২ ২২:১৫ | আপডেট: ৭ মার্চ ২০২২ ০২:০৪
কদিন বাদেই বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের ধরতে হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিমান। দক্ষিণ আফ্রিকায় তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। দুই সিরিজের দলেই নাম রয়েছে সাকিব আল হাসানের। তবে বাংলাদেশি তারকা জানালেন, এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য প্রস্তুত নয় তিনি। তার দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার বিষয়টি এখনো চূড়ান্ত নয়, জানিয়েছেন সাকিব।
রোববার (৪ মার্চ) দেশ ছাড়ার আগে হযরত শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা জানান বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার।
আন্তর্জাতিক ক্রিকেটের জন্য শারীরিক এবং মানসিক দিক দিয়ে ফিট নয় বলেছেন সাকিব, ‘দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে যেটা বলব যে, আমি শারীরিক এবং মানসিক ফিটনেস হিসেবে যে অবস্থায় আছি তাতে মনে হয় না যে আমি এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য প্রস্তুত আছি। এই কারণে আমার মনে হয় আমি যদি একটা বিরতি পাই এবং ওই আগ্রহটা ফিরে পাই তাহলে আমার জন্য খেলাটা সহজ হবে।’
গত আফগানিস্তান সিরিজে ভালো পারফর্ম করতে পারেননি সাকিব। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেননি। ক্রিকেটটা এনজয় করছিলেন না বলে জানালেন তিনি।
সাকিব বলেন, ‘আফগানিস্তান সিরিজে আমার মনে হয়েছে আমি দলের একজন প্যাসেনজার। যেমনটা হয়ে আমি কখনোই থাকতে চাই না। আমি খেলাটা একদমই এনজয় করতে পারিনি। টি-টোয়েন্টি এবং ওয়ানডে, পুরো সিরিজটিই। আমি চেষ্টা করেছি কিন্তু হয়নি। আমার কাছে মনে হয় না যে এমন মন-মানসিকতা নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলা ঠিক হবে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে ব্রেক নেওয়ার বিষয়টি ইতোমধ্যে বোর্ডকেও জানিয়েছেন সাকিব। বিসিবির পক্ষ থেকে দুই দিন ভাবার কথা বলা হয়েছে, ‘বিষয়টি আমি জালাল ভাইকে (বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস) জানিয়েছি। উনি আমাকে বলেছেন তুমিও দুই দিন চিন্তা করো, আমিও দুই দিন চিন্তা করি। তারপর একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। তবে আমার মনে হচ্ছে আমার শারীরিক এবং মানসিক কন্ডিশন যদি এমন থাকে তাহলে খেলাটা দলের জন্যই ক্ষতি হবে। এভাবে খেলাটা দলের অন্যদের ঠকানো হবে বলে মনে করি।’
কতো দিনের ব্রেক নেওয়ার চিন্তা করছেন? এমন প্রশ্নে সাকিব বলেন, ‘এমনও হতে পারে আমি ওয়ানডে সিরিজটা না খেলে বিরতিতে থাকলাম। তখন যদি মানসিক এবং শারীরিক ফ্রেশনেস চলে আসে তারপর টেস্ট সিরিজ খেললাম। কিন্তু কি হবে সেটা আসলে এখন বলা মুশকিল।’
দক্ষিণ আফ্রিকা সফরে সাকিব আল হাসানের খেলা না খেলা নিয়ে প্রশ্ন অনেক আগ থেকেই। একই সময়ে আইপিএল বলে আগেই ছুটির জন্য আবেদন করে রেখেছিলেন। কিন্তু নিলামে আইপিএলের দলই পাননি সাকিব। পরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, যেহেতু আইপিএলে দল পাননি তাহলে তো সাকিবের দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলতে বাঁধা নেই।
সাকিবকে রেখেই দক্ষিণ আফ্রিকা সফরে দুই সিরিজের দল ঘোষণা করা হয়। কিন্তু এখন তার টেস্ট, ওয়ানডে দুই ফরম্যাট খেলা নিয়েই শঙ্কা তৈরি হলো।