Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহামেডানে সাকিব-মাহমুদউল্লাহদের অধিনায়ক মুশফিক


৬ মার্চ ২০২২ ২১:৫১ | আপডেট: ৭ মার্চ ২০২২ ০১:০৬

আসন্ন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) তারকাবহুল মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নেতৃত্ব দিবেন মুশফিকুর রহিম। এবারের আসনের জন্য স্কোয়াডে তারকার হাট বসিয়েছে মোহামেডান। সাকিব আল হাসান, তাসকিন আহমেদ আগে থেকেই ছিল। এবার মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজদেরও দলে ভিড়িয়েছে দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি।

রোববার (৬ মার্চ) রাজধানীর একটি হোটেলে জার্সি উন্মোচন অনুষ্ঠান হয়ে গেল মোহামেডানের। জার্সি উন্মোচনের দিনে অধিনায়কের নামও ঘোষণা করেছে দলটি।

বিজ্ঞাপন

আগের বার মোহামেডানের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর অধিনায়ক ছিলেন মুশফিক। মাহমুদউল্লাহ ছিলেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক। এবার সবাই যখন একত্র হলো প্রশ্ন উঠছিল কে হবেন মোহামেডানের অধিনায়ক? শেষ পর্যন্ত মুশফিককেই বেছে নেওয়া হয়েছে।

ক্লাব সূত্রে জানা গেল সাকিব, মাহমুদউল্লাহ ও মুশফিক পরামর্শ করেই মুশফিকের অধিনায়ক হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেন।

মোহামেডানের স্কোয়াড: পারভেজ হোসেন ইমন, আব্দুল মজিদ, রনি তালুকদার, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, শুভাগত হোম, সোহরাওয়ার্দী শুভ, নাজমুল ইসলাম অপু, রুবেল মিয়া, সাগর (উইকেটরক্ষক), আবু জায়েদ চৌধুরী রাহি, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইয়াসিন আরাফাত মিশু, শাকিল (উইকেটরক্ষক), এনামুল, সালাউদ্দিন শাকিল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আরিফুল ইসলাম ও ইপন।

টপ নিউজ মাহমুদউল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম মোহামেডান সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর