টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহর ২ হাজার
৫ মার্চ ২০২২ ১৬:২৪ | আপডেট: ৫ মার্চ ২০২২ ১৬:২৯
প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ হাজার রানের মাইলফলক পেরিয়ে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার রেকর্ডও তার দখলে।
রোববার (৫ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলছে বাংলাদেশ। প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪৫ রানে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন ধুঁকছিল তখন ক্রিজে আসেন রিয়াদ।
আজ ম্যাচ খেলতে নামার আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার রান ছিল ১৯৮১। অর্থাৎ রেকর্ড গড়তে ১৯ রান লাগত বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের। ইনিংসের ১২তম ওভারে রশিদ খানের ৪ বল থেকেই ১২ রান তুলে রেকর্ডের কাছাকাছি চলে যান মাহমুদউল্লাহ।
১৫তম ওভারে সেই রশিদকেই আরেকটি বাউন্ডারি হাঁকিয়ে মাইলফলকে পৌঁছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। অবশ্য রেকর্ডের পরপরই ফিরে গেছেন সেই রশিদ খানের বলেই। মাইলফলকে পৌঁছার ওভারেই এলবিডব্লিউ হয়ে ফেরার আগে করেছেন ১৪ বরে ২১ রান। ইনিংসে চার মেরেছেন ৩টি।
সব মিলিয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১১৫ টি-টোয়েন্টি খেলা মাহমুদউল্লাহর বর্তমান রান ২০০২। বিশ্বের ১৫তম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশ অধিনায়ক। এই ফরম্যাটে সবচেয়ে বেশি আন্তর্জাতিক রান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ১২৫ ম্যাচ খেলে ৩ হাজার ৩১৩ রান করেছেন রোহিত।
বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রান সাকিব আল হাসানের। ৯৬ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ১৯০৮ রান করেছেন সাকিব।