দ্বিতীয় ম্যাচে মুশফিককে নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
৫ মার্চ ২০২২ ১৪:৩২ | আপডেট: ৫ মার্চ ২০২২ ১৫:৩৪
আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে দুর্দান্ত জয়ের পর সিরিজ নিশ্চিতের লড়াইয়ে দ্বিতীয় ম্যাচে শনিবার (৫ মার্চ) মাঠে নামছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলায় দ্বিতীয় ম্যাচে টস টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ইনজুরি কাটিয়ে এই ম্যাচে ফিরেছেন মুশফিকুর রহিম।
আঙুলে চোট পেয়ে প্রথম টি-টোয়েন্টি থেকে ছিটকে গিয়েছিলেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকু রহিম। দ্বিতীয় ম্যাচে চোট কাটিয়ে ফিরেছেন তিনি। মুশফিক দলে ফেরায় একাদশ থেকে বাদ পড়েছেন ইয়াসির আলী রাব্বি। আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অভিষেক হয় ইয়াসিরের।
এদিকে একাদশে দুই পরিবর্তন এনেছে আফগানিস্তানও। প্রথম ম্যাচে চোট পেয়ে দ্বিতীয় ম্যাচ থেকে ছিটকে গেছেন মুজিব উর রহমান। তার জায়গা দলে এসেছেন শরাফুদ্দিন। এছাড়া ওসমান ঘানি দলে ফিরেছেন কায়েস আহমেদের বদলি হিসেবে।
বাংলাদেশ একাদশ
লিটন দাস, মোহাম্মদ নাঈম, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (উইকেটরক্ষক), মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহেদি হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ
হজরতউল্লাহ জাজাই, রহমতুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), দারউইস রাসুলি, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), আজমতউল্লাহ ওমারজাই, করিম জানাত, রশিদ খান, ওসমান ঘানি, শরাফুদ্দিন এবং ফজলহক ফারুকি।
বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/
সারাবাংলা/এসএস