কিংবদন্তী লেগ স্পিনার শেন ওয়ার্ন আর নেই
৪ মার্চ ২০২২ ২০:১৪ | আপডেট: ৫ মার্চ ২০২২ ০১:২২
অস্ট্রেলিয়ার কিংবদন্তী লেগ স্পিনার শেন ওয়ার্ন আর নেই। থাইল্যান্ডের কোহ সামুই শহরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।
ফক্স স্পোর্টসের খবরে বলা হয়েছে, শেন ওয়ার্নের পরিবারের পক্ষ থেকে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে। পরে পরিবারের পক্ষ থেকেই বিস্তারিত জানানো হবে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘শেনকে অচেতন অবস্থায় তাঁর ভিলায় পাওয়া গেছে। মেডিকেল স্টাফের সর্বোচ্চ চেষ্টার পরও তাঁকে বাঁচানো যায়নি।’
২৪ ঘণ্টার ব্যবধানে অস্ট্রেলিয়া ক্রিকেটের দুই কিংবদন্তি না ফেরার দেশে পাড়ি জমালেন। হার্ট অ্যাটাকের পর সপ্তাহ খানেক আগে হাসপাতালে ভর্তি হওয়া অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক ব্যাটার রড মার্শ আজ শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শেন ওয়ার্ন ১৯৯২ থেকে ২০০৭ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ১৪৫ টেস্ট খেলে ৭০৮ উইকেট নিয়েছেন। টেস্ট ক্রিকেট ইতিহাসে যা দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়া ১৯৪ ওয়ানডেতে ২৯৩ উইকেট নিয়েছেন ওয়ার্ন।