Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডুফা প্রিমিয়ার লিগের ফাইনালে ব্লুজ ও রয়্যালস


৪ মার্চ ২০২২ ১৭:৪০ | আপডেট: ৫ মার্চ ২০২২ ১২:৫৬

ডুফা প্রিমিয়ার লিগ (ডিপিএল)-২০২২ এর ফাইনালে উঠেছে ডুফা ব্লুজ ও ডুফা রয়্যালস। প্রথম সেমিফাইনালে ডুফা ডায়নামাইটসকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ডুফা ব্লুজ। দ্বিতীয় সেমিতে ডুফা রয়্যালস পরাজিত করেছে ডুফা অ্যাভেঞ্জার্সকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ ব্যাচের রেজিস্টার্ড বন্ধু সংগঠন— ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্সের (ডুফা) আয়োজনে একদিন ব্যাপী এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে।

বিজ্ঞাপন

শুক্রবার (৪ মার্চ) সকাল ১০টায় ছয়টি দলকে নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সিসিডিএম চেয়ারম্যান এম সালাহউদ্দিন চৌধুরী। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ ব্যাচের শিক্ষার্থীরাই ছয় ওভারের টুর্নামেন্টে মাঠের খেলায় নিয়েছেন।

টুর্নামেন্ট চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠ ঘুরে দেখা গেল উৎসবের আমেজ। ক্রিকেটের জয়-পরাজয় ছাপিয়ে যেখানে বন্ধুত্বের মিলন মেলাই ছিল মুখ্য।

দুই গ্রুপে ভাগ হয়ে রবিন লিগে দুটি করে ম্যাচ খেলেছে প্রতিটি দল। রবিন লিগের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ডুফা রয়্যালস ও ডুফা টাইগার্স। ম্যাচে প্রথমে ব্যাটিং করে ৩ উইকেটে ৭২ রান তোলে ডুফা রয়্যালস। পরে ডুফা টাইগার্স নির্ধারিত ওভারে ৩ উইকেটে ৪৫ রান তুললে উদ্বোধনী ম্যাচে ২৭ রানের জয় পায় রয়্যালস। দ্বিতীয় ম্যাচে ২৬ রানের জয় পায় ডুফা অ্যাভেঞ্জার্স। প্রথমে ব্যাটিং করে ৩ উইকেটে ৯২ রান তোলে অ্যাভেঞ্জার্স। পরে জবাব দিতে নেমে ৩ উইকেটে ৬৭ রানের বেশি তুলতে পারেনি ডুফা ডায়নামাইটস।

বিজ্ঞাপন

তৃতীয় ম্যাচে ৭৫ রানের বিশাল জয় পেয়েছে ডুফা ব্লুজ। প্রথমে ব্যাটিং করে ১ উইকেটে ১০৫ রান তোলে ডুফা ব্লুজ। পরে ৫ উইকেটে মাত্র ৩০ রান তুলতে পেরেছে ডুফা টাইগার্স। চতুর্থ ম্যাচে ডুফা লায়ন্সের বিপক্ষে দশ উইকেটে জিতেছে ডুফা অ্যাভেঞ্জার্স। প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটে ২৯ রান তোলে ডুফা লায়ন্স। পরে বিনা উইকেটে ৩৫ রান তুলে জয় নিশ্চিত করেছে অ্যাভেঞ্জার্স।

পঞ্চম ম্যাচে ৬২ রানের জয় পায় ডুফা ব্লুজ। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৬০ ওভারে ১ উইকেট হারিয়ে ৯৬ রান তোলে ব্লুজ। পরে ৬ উইকেটে ৩৪ রানের বেশি তুলতে পারেনি ডুফা রয়্যালস। রবিন লিগের ষষ্ঠ ম্যাচে নয় উইকেটে জিতেছে ডুফা ডায়নামাইটস। প্রথমে ব্যাটিং করে ৩৬ রানে গুটিয়ে যায় ডুফা লায়ন্স। পরে ১ উইকেটে ৩৭ রান তুলে বড় জয় নিশ্চিত করেছে ডুফা ডায়নামাইটস।

প্রথম সেমিফাইনাল ডুফা ডায়নামাইটসকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ডুফা ব্লুজ। দ্বিতীয় সেমিফাইনালে ডুফা অ্যাভেঞ্জার্সকে ২১ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ডুফা রয়্যালস। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৩ রান তুলেছে রয়্যালস। পরে ৫ উইকেটে ৫৩ রানেই থেমে যায় ডুফা অ্যাভেঞ্জার্স।

সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে ডুফা প্রিমিয়ার লিগের এবারের আসরটি। পুরস্কার বিতরণীতে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এ এস এম রকিবুল হাসান।

টুর্নামেন্টে অংশ নেওয়া ছয়টি দল হলো- ডুফা অ্যাভেঞ্জার্স, ডুফা ব্লুজ, ডুফা ডায়নামাইটস, ডুফা লায়ন্স, ডুফা রয়েলস ও ডুফা টাইগার্স।

ক্রিকেট ডুফা প্রিমিয়ার লিগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর