Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডুফা প্রিমিয়ার লিগের উদ্বোধন

স্পোর্টস করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২২ ১৩:২৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ ব্যাচের রেজিস্টার্ড বন্ধু সংগঠন— ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্সের (ডুফা) আয়োজনে ডুফা প্রিমিয়ার লিগ (ডিপিএল)-২০২২ মাঠে গড়াল। শুক্রবার (৪ মারচ) সকাল ১০টায় টুর্নামেন্টের উদ্বোধন হয়।

শুক্রবার (৪ মার্চ) সকাল সাড়ে ৭টায় শুরু হয় টুর্নামেন্টের প্রথম খেলাটি। সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে ডুফা প্রিমিয়ার লিগ (ডিপিএল)-২০২২ এর এবারের আসরটি।

বিজ্ঞাপন

সকাল ১০টায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সিসিডিএম চেয়ারম্যান এম সালাহউদ্দিন চৌধুরী। সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এ এস এম রকিবুল হাসান।

দুই গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্ট খেলবে ছয়টি দল। গ্রুপ পর্বে প্রতিটি দল অপর দুই দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। গ্রুপ পর্বের সেরা দুই দল খেলবে সেমিফাইনাল। সেমিফাইনাল জয়ী দুই দল মুখোমুখী হবে ফাইনালে। ছয় দলের টুর্নামেন্টে মোট ম্যাচ ৯টি।

শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ ব্যাচের শিক্ষার্থীরাই এই টুর্নামেন্টে মাঠের খেলায় অংশ নিতে পারবেন। টুর্নামেন্টের ছয়টি দল যথাক্রমে- ডুফা অ্যাভেঞ্জার্স, ডুফা ব্লুস, ডুফা ডায়নামাইটস, ডুফা লায়ন্স, ডুফা রয়েলস ও ডুফা টাইগার্স।

গ্রুপ-এ তে রয়েছে: ডুফা রয়েলস, ডুফা টাইগার্স ও ডুফা ব্লুস। গ্রুপ-বি তে রয়েছে: ডুফা ডায়নামাইটস, ডুভা লায়ন্স ও ডুফা অ্যাভেঞ্জার্স।

সারাবাংলা/এসএস

উদ্বোধন ডুফা ডুফা প্রিমিয়ার লিগ ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্স-ডুফা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর