ডিপিএলে তারুণ্যনির্ভর দল গড়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স
৪ মার্চ ২০২২ ২৩:০৮ | আপডেট: ৪ মার্চ ২০২২ ২৩:০৯
দরজায় কড়া নাড়ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) এবারের আসর। গতকাল শেষ হয়ে গেল ডিপিএলের দুই দিনব্যাপী দলবদল। দলবদলে এবারের টুর্নামেন্টের জন্য তারুণ্যনির্ভর দল গড়েছে দেশের ঘরোয়া ক্রিকেটের সফলতম দল গাজী গ্রুপ ক্রিকেটার্স।
অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতানো অধিনায়ক আকবর আলীকে। প্রান্তিক নওরোজ নাবিল, কাজী অনিক ইসলাম, মিম মোসাদ্দেকের মতো তরুণরা আছেন গাজী গ্রুপের স্কোয়াডে।
দলীয় সূত্রে জানা গেল, প্রিমিয়ার লিগের মতো বড় টুর্নামেন্টে তরুণ ক্রিকেটারদের সুযোগ করে দেওয়ার বিষয়টিকে গুরুত্ব দিয়েই এবার দল গঠন করা হয়েছে। সারাবাংলার সঙ্গে আলাপকালে দলের অধিনায়ক আকবর আলী জানালেন, তরুণদের জন্য এটা বড় সুযোগ।
আকবর বলেন, ‘আমাদের তরুণ ক্রিকেটারদের জন্য এটা খুব ভালো একটি সুযোগ। যেহেতু এখানে (গাজী গ্রুপ ক্রিকেটার্স) তরুণ ক্রিকেটার বেশি আর আমরা এখানে সবাই অনেক উৎসাহিত। আমরা পারফরম করার জন্য সবাই মুখিয়ে আছি।’
তারুণ্য নির্ভর দলে আরাফাত সানি, আল-আমিনের মতো কিছু অভিজ্ঞ ক্রিকেটারও আছেন। আকবরের মতে, তরুণদের সঙ্গে ক’জন অভিজ্ঞদের মিশেলে গাজী গ্রুপ বেশ ‘কম্বাইন্ড’ একটা দল গড়েছে।
আকবর বলেন, ‘আমাদের দলটা তরুণ দল। আমাদের বেশিরভাগ খেলোয়াড় তরুণ হলেও বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারও আছেন। ফরহাদ হোসেন ভাই, আল-আমিন ভাই, লিমন ভাই আছেন। তারা অনেক সিনিয়র ক্রিকেটার। হ্যাঁ আমাদের দলে তরুণ প্লেয়ার বেশি কিন্তু আমাদের সিনিয়র, অভিজ্ঞ প্লেয়ারও আছেন। তাই আমি বলবো আমাদের টিমটা আসলে কম্বাইন্ড একটা দল।’
টুর্নামেন্টে গাজী গ্রুপ ক্রিকেটার্সের লক্ষ্য জানতে চাইলে ম্যাচ বাই ম্যাচ এগুনোর পরিকল্পনার কথা জানালেন আকবর, ‘দেখুন আপনি যখন এত বড় একটা টুর্নামেন্টে খেলবেন তখন আপনি খুব একটা সামনে চিন্তা করে খেলতে পারবেন না। তাই আমাদের ম্যাচ বাই ম্যাচ চিন্তা করতে হবে। আমরা ম্যাচ বাই ম্যাচ চিন্তা করেই এগোব।’
উল্লেখ্য, সবকিছু ঠিক থাকলে চলতি মার্চের ১৫ তারিখ থেকে মাঠে গড়াবে ওয়ানডে ফরম্যাটের এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। ১৪ মার্চ ট্রফি উন্মোচন অনুষ্ঠিত হওয়ার কথা।
গাজী গ্রুপ ক্রিকেটার্সের স্কোয়াড: একেএম হুসনা হাবিব, প্রান্তিক নওরোজ নাবিল, আলমগীর হোসেন, আল আমিন, ফরহাদ হোসেন, মাহমুদুল হাসান লিমন, মিম মোসাদ্দেক, মিরাজ মাহবুব নিলয়, সাইদ সরকার, সৈয়দ খালেদ আহমেদ, আরাফাত সানি, মেহেদী হাসান সিদ্দিক, আশিকুর জামান, জুবারুল ইসলাম, জয়নুল ইসলাম, এসএম মেহেরব হোসেন, কাজী অনিক ইসলাম।