টি-টোয়েন্টিতে লিটনের ৫ম ফিফটি
৩ মার্চ ২০২২ ১৬:১১ | আপডেট: ৩ মার্চ ২০২২ ১৭:০৮
দলীয় রান পঞ্চাশ ছোঁয়ার আগেই দুই ওপেনার আর সাকিব আল হাসান ফিরেছেন ড্রেসিংরুমে। তবে উইকেটের এক প্রান্তে তিন নম্বরে ব্যাট করতে নামা লিটন দাস আঁকড়ে পড়ে ছিলেন। একাই বাংলাদেশের রানের চাকা সচল রাখেন। আর তুলে নেন ফিফটি। এটি টি-টোয়েন্টিতে লিটনের ক্যারিয়ারের ৫ম ফিফটি।
মোহাম্মদ নাঈম এবং মুনিম শাহরিয়ার প্রথম টি-টোয়েন্টিতে নামেন উদ্বোধনী জুটিতে। তবে নাঈম তৃতীয় ওভারে ফিরলে উইকেটে আসেন লিটন দাস। এরপর মুনিম শাহরিয়ার ৫ম ওভারে ফেরেন দলীয় ২৫ রানে। তৃতীয় উইকেটে লিটন জুটি গড়েন সাকিব আল হাসানের সঙ্গে। কিন্তু সাকিবও উইকেটে উইকেটে টিকতে পারেননি বেশি সময়। দলীয় ৪৭ রানে ফেরেন তিনিও।
তবে উইকেটের অপর প্রান্ত আঁকড়ে রাখেন লিটন। ব্যাট চালিয়ে সচল রাখেন দলের রানের চাকার। চতুর্থ উইকেটে মাহমুদউল্লাহর সঙ্গে ১৯ বলে ৩৩ রানের জুটি গড়েন লিটন। যার মধ্যে লিটন ১২ বলে করেন ২৩। এরপর মাহমুদউল্লাহও ফেরেন দলীয় ৮০ রানের মাথায়।
এরপর কিছুটা ধীর গতিতে ব্যাট চালাতে থাকেন লিটন। অবশেষে ইনিংসের ১৪তম ওভারের ৫ম বলে অর্ধশতক পূর্ণ করেন লিটন। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি লিটনের ৫ম ফিফটি। এর আগে ক্যারিয়ারে জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি করে অর্ধশতক করেছেন লিটন। যার মধ্যে সর্বোচ্চ ৬১ রানের ইনিংস ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলেছিলেন এই টাইগার ব্যাটার।
এবার ঘরের মাঠে আফগানদের বিপক্ষে ফিফটি হাঁকালেন উইকেটরক্ষক ব্যাটার। ৩৪ বলে তিনটি চার আর দুটি ছক্কায় অর্ধশতক পূর্ণ করেন লিটন। এর আগে আফগানিস্তানের বিপক্ষে লিটনের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল অপরাজিত ৪৮ রানের।
এই রিপোর্ট লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ ১৪ ওভারে ৪ উইকেটে ১০২ রান। উইকেটে আছেন, লিটন ৫০ এবং আফিফ ১৩।
এর আগে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে’ পার করতে পারেননি বাংলাদেশের দুই ওপেনার। ৫ ওভারে ২৫ রানে বিদায় নেয় দুই ওপেনার। এরপর দলীয় রান পঞ্চাশ ছোঁয়ার আগেই বিদায় নেন সাকিব আল হাসানও।
বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/
সারাবাংলা/এসএস
প্রথম টি-টোয়েন্টি বাংলাদেশ বনাম আফগানিস্তান লিটন দাস লিটনের ফিফটি