Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রূপগঞ্জের হয়ে ডিপিএল খেলবেন মাশরাফি


২ মার্চ ২০২২ ২১:০৬ | আপডেট: ২ মার্চ ২০২২ ২১:০৯

আসন্ন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলবেন মাশরাফি বিন মুর্তজা। আজ বুধবার (২ মার্চ) ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) কার্যালয়ে উপস্থিত হয়ে রূপগঞ্জের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সেরেছেন তিনি।

গত ডিপিএলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিন্তু মহামারী করোনা ভাইরাসের আগমনে এক ম্যাচ পরই বন্ধ হয়ে গিয়েছিল ডিপিএল। তারপর থেকে এখন পর্যন্ত শুধু বিপিএলের কয়েকটা ম্যাচই খেলেছেন মাশরাফি।

বিজ্ঞাপন

অবসর না নিলেও মাশরাফি টেস্ট ক্রিকেট খেলছেন না ২০০৯ সাল থেকে। টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন ২০১৭ সালে। ওয়ানডে ফরম্যাটটাই নিয়মিত খেলছিলেন। ডিপিএল হবে ওয়ানডে ফরম্যাটে। ফলে এই টুর্নামেন্ট নিয়ে বেশ রোমাঞ্চিত সাবেক সফল অধিনায়ক।

চুক্তির আনুষ্ঠনিকতা সেরে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাশরাফি বলছিলেন, ‘সমস্যা না (লম্বা সময় পর ক্রিকেটে ফেরা)। আমি আসলে টি-টোয়েন্টি থেকে আগেই অবসরে গিয়েছি। ওয়ানডে খেলে আসছি। সব সময় ওয়ানডেই খেলে এসেছি। এটা বুঝিও ভাল। সেদিক থেকে আমার জন্য সহজ (মানিয়ে নেওয়ায়)। গত বছর শেখ জামালে খেলছিলাম তারপর করোনা আসল সব বন্ধ হয়ে গেল। বাংলাদেশের বেশিরভাগ খেলোয়াড়ই তো প্রিমিয়ার লিগে খেলে। সবাই আনন্দিত হবে যে আবার লিগ শুরু হতে যাচ্ছে।’

সব কিছু ঠিক থাকলে ১৫ মার্চ থেকে মাঠে গড়াবে এবারের ডিপিএল। বাংলাদেশ জাতীয় দল তখন দক্ষিণ আফ্রিকা সফর করবে। জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়া টুর্নামেন্ট জমবে? মাশরাফি বলেন, ‘লিগের তারকা খেলোয়াড় মানেই জাতীয় দলের খেলোয়াড় তা তো না। লিগের আলাদা একটা চার্ম আছে। ওরা দক্ষিণ আফ্রিকা থেকে আসবে তখন লিগ চলমান থাকবে। ওরা যোগ হলে আরেকটু গতি বাড়বে টুর্নামেন্টে। এই টুর্নামেন্টে সবাই অনেক সিরিয়াস থাকে। বিপিএল থেকেও এই টুর্নামেন্টের ফোকাস থাকে অন্যরকম।’

বিজ্ঞাপন

নিজের অবসর প্রশ্নে মাশরাফি বলেন, ‘ঢাকা লিগ তো খেলছি। মাঝে কিছু দিন লিগ হয়নি। লিগ হলে খেলতাম। এখনো খেলছি। দেখা যাক সামনে। আর এটা তো হবেই (বিদায়), একটা প্রক্রিয়ার মাধ্যেম একজন খেলোয়াড়ের ক্যারিয়ার শেষ হয়ে যায়। পুরো ক্যারিয়ারে যারা আমাকে সমর্থন করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা।’

এদিকে, ডিপিএল নিয়ে রোমাঞ্চিত মাশরাফি নিজের চোটের খবরও জানালেন। গত বিপিএলে তার ব্যাকপেইনের কথা জানা গিয়েছিল। ব্যাকপেইনের কারণে বিপিএলের শুরু এবং শেষের কয়েকটা ম্যাচ খেলতে পারেননি। এই সমস্যা সমাধানে ভারতে চিকিৎসকের পরামর্শ নিতে যাবেন তিনি।

মাশরাফি বলেন, ‘আমার এখনো হালকা ব্যাকপেইন আছে। চিকিৎসা করাতে যাচ্ছি। ফিটনেস ধরে রাখতে যেসব কাজ করা দরকার, মাঝেখানে সেসব নিয়ে আমি ট্রেনিং করেছি। খুব বেশি টুর্নামেন্ট ছিল না, তাই খেলার সুযোগ কম ছিল। বিপিএল ছিল, ওই সময় ব্যাকপেইনটা ‍শুরু হয়। চিকিৎসা করার পর আশা করি সমস্যা হবে না।’

ব্যাকপেইন থেকে মুক্তির জন্য অস্ত্রোপচার লাগতে পারে বলেও জানালেন মাশরাফি। তবে সামনেই যেহেতু ডিপিএল ফলে এখনই ছুরি-কাচির নিচে বসার সম্ভাবনা কম। ভারতে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন।

ডিপিএল মাশরাফি বিন মুর্তজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর