Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনুশীলনে মুশফিকের চোট


২ মার্চ ২০২২ ১৪:০০ | আপডেট: ২ মার্চ ২০২২ ১৪:০৩

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে অনুশীলন করতে নেমে চোট পেয়েছেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। তবে মুশফিকের চোট কতোটা গুরুতর তা এখনো জানা যায়নি।

বুধবার (২ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘মুশফিক অনুশীলনের সময় আঙ্গুলে চোট পেয়েছেন। ফিজিও তার চোট পর্যবেক্ষণ করছে। এক্সরে করা হবে কিনা সেই সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। চোটের ধারণ বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নেব।’

বিজ্ঞাপন

বাংলাদেশ-আফগানিস্তান দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি মাঠে গড়াবে আগামীকাল বৃহস্পতিবার। পূর্ব সূচী অনুযায়ী আজ সকাল সারে ১১টা অনুশীলনে নামে বাংলাদেশ দল। দুপুর পৌনে ১টার দিকে ইনডোর নেটে ব্যাটিং করতে আসেন মুশি। পশ্চিম পাশের উইকেটে ব্যাট করছিলেন। এমন সময় পেসার শরিফুল ইসলামের হঠাৎ লাফিয়ে উঠা এক বল মুশফিকের আঙ্গুলে আঘাত হানে।

সেখানেই প্রাথমিক শুশ্রুষা দেওয়া হয়েছে মুশফিককে। অনেকক্ষণ যাবত বরফ দেওয়া হয় তার আঙ্গুলে। তবে ব্যাটিংয়ে আর ফিরতে পারেননি। ফিরে যান ড্রেসিংরুমে।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপটা ভালো কাটেনি মুশফিকের। তারপর পাকিস্তান সিরিজে তাকে বিশ্রাম দিয়েছিলেন নির্বাচকরা। সদ্য শেষ হওয়া বিপিএলে খুব বেশি রান না পেলেও ভালো কয়েকটা ইনিংস খেলেছিলেন। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটা মুশফিকের জন্য হতে যাচ্ছে চ্যালেঞ্জিং। কারণ আফগানিস্তান বিপক্ষে ওয়ানডে সিরিজেও রান পাননি।

এসবের মধ্যেই আঙ্গুলে বলের আঘাত পেয়ে মাঠ ছাড়তে হলো অভিজ্ঞ ক্রিকেটারকে।

টপ নিউজ বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ মুশফিকুর রহিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর