গুরবাজের ফিফটিতে শক্ত অবস্থানে আফগানিস্তান
২৮ ফেব্রুয়ারি ২০২২ ১৬:৩৭ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২২ ১৮:১০
চট্টগ্রামে বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ১৯৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শক্ত অবস্থানে আছে আফগানিস্তান। উদ্বোধনী জুটিতে ৭৯ রান তুলেছে আফগান। অর্ধশতক তুলে নিয়েছেন ওপেনার রহমতউল্লাহ গুরবাজ।
১৯৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন দুই আফগান ওপেনার রিয়াজ হাসান এবং রহমতউল্লাহ গুরবাজ। তাসকিন-সাকিবদের বেশ ভালোভাবেই সামলেছেন এই দুই ওপেনার। ইনিংসের ১০ ওভারের দ্বিতীয় বলেই এই জুটির অর্ধশতক পূর্ণ হয়।
দুই আফগান ব্যাটারের সামনে অসহায়ই মনে হচ্ছিল বাংলাদেশের বোলারদের। কিছুতেই ভাঙতে পারছিল না উদ্বোধনী জুটি। অপেক্ষার পালা শেষ হয় ১৬তম ওভারে এসে। সাকিব আল হাসানের করা ওই ওভারের তৃতীয় বলে রিয়াজ হাসান স্ট্যাম্পিং হয়ে ফেরেন। এতেই ভাঙে জুটি।
সাকিবের বল খেলতে না পারলে বল চলে যায় মুশফিকের হাতে। আর বল ধরেই সঙ্গে সঙ্গে স্ট্যাম্পিং করলেন মুশফিক। এতেই ভাঙল উদ্বোধনী জুটি। ৪৯ বলে ৩৫ রান করে ফিরলেন রিয়াজ।
এরপর ১৮তম ওভারের সাকিবের করা শেষ বলে তিন রান নিয়ে অর্ধশতক পূর্ণ করেন গুরবাজ। ৫৩ বলে অর্ধশতক ছুঁয়ে ফেলেন এই ব্যাটার। এই মুহূর্তে আফগানদের সংগ্রহ ২০ ওভারে ১ উইকেটে ৯৪ রান। উইকেটে আছেন, গুরবাজ ৫২ এবং রহমত ৬। ৩০ ওভারে জয়ের জন্য ৯৯ রানের দরকার আফগানদের।
বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/
ছবি: শ্যামল নন্দী।
সারাবাংলা/এসএস