Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার মিশন হোয়াইটওয়াশ…


২৭ ফেব্রুয়ারি ২০২২ ২০:১২ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২২ ২২:০২

চট্টগ্রাম থেকে: এক ম্যাচ হাতে রেখেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতেছে বাংলাদেশ। রাত পোহালে মাঠে গড়াবে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচ। কাল টাইগারদের হোয়াইটওয়াশ মিশন।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।

কাগজে-কলমে কালকের ম্যাচ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণও। ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের ভিত্তিতে আগামী বিশ্বকাপ খেলবে দলগুলো। পয়েন্ট টেবিলের শীর্ষ আটটি দল সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। সে হিসেবে ওয়ানডে সুপার লিগের প্রতিটি ম্যাচই এখন দলগুলোর কাছে গুরুত্বপূর্ণ। সিরিজ জয় নিশ্চিত হলেও তাই কাল গা-ছাড়া হওয়ার সুযোগ নেই বাংলাদেশের।

আজ রোববার ঐচ্ছিক অনুশীলন শেষে সেটিই বলছিলেন স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। মিরাজ বলেন, ‘দেখুন গুরুত্বপূ্র্ণ হচ্ছে ১০ পয়েন্ট। বিশ্বকাপে কিন্তু টপ আটটা দলই (ওয়ানডে সুপার লিগের) কোয়ালিফাই করবে। সিরিজ জিতেছি খুব ভালো কথা। আমাদের পরবর্তী টার্গেট বাকি ম্যাচটা জিতে ১০ পয়েন্ট নেওয়া। সামনে হয়তো অনেক ভালো ভালো সুযোগ আসবে। হয়তো অনেক বড় চ্যালেঞ্জ আসবে। কিন্তু আমি মনে করি এই ১০ পয়েন্ট যদি নিতে পারি তখন আমাদের জন্য সহজ হয়ে যাবে সামনের চ্যালেঞ্জগুলো। আমরা চেষ্টা করবো শতভাগ অ্যাফোর্ট দিয়ে খেলার জন্য এবং আমাদের জন্য ১০ পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ।’

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জিতে সুপার লিগের শীর্ষে উঠে বসেছে বাংলাদেশ। ১৪ ম্যাচে ১০ জয়ে বাংলাদেশের পয়েন্ট এখন ঠিক ১০০। দুইয়ে নেমে যাওয়া ইংল্যান্ডের পয়েন্ট ৯৫। ফলে ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ নিশ্চয় ছাড়তে চাইবে না বাংলাদেশ।

বিজ্ঞাপন

আফগানদের অতীতে হোয়াইটওয়াশ করতে পারেনি বাংলাদেশ। ২০১৬ সালে খেলা একমাত্র দ্বিপক্ষীয় সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিল মাশরাফি বিন মুর্তজার বাংলাদেশ। ২০১৮ সালে উল্টো টি-টোয়েন্টিতে উল্টো বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিল আফগানিস্তান। তার একটা শোধ নিশ্চয় নিতে চাইবে তামিমের দল।

অপর দিকে আফগানরাও নিশ্চয় ঘুরে দাঁড়াতে মুখিয়ে আছে। প্রথম ওয়ানডেতে মাত্র ৪৫ রানে বাংলাদেশের ছয় উইকেট তুলে নিয়ে জয়ের সুবাস পাচ্ছিল সফরকারীরা। তারপর আফগানদের মুখের গ্রাস কেড়ে নিয়েছিলেন আফিফ হোসেন ধ্রুব ও মেহেদি হাসান মিরাজ। সপ্তম উইকেটে অপরাজিত ১৭৪ রানের জুটি গড়ে আফগানদের হারিয়েছে দুই তরুণ। দ্বিতীয় ওয়ানডেটা অবশ্য একদরফাই জিতেছে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে নিশ্চয় ঘুরে দাঁড়াতে চাইবে আফগানরা কারণ ওয়ানডে সুপার লিগে রশিদ খান, মোহাম্মদ নবিদের দল সাত নম্বরে।

সুপার লিগে সম্ভাব্য পয়েন্ট অর্জনের যে তালিকা আফগানরা করেছিলেন তাতে নিশ্চয় বাংলাদেশ নামটাও ছিল। কাল অন্তত ১০ পয়েন্ট পেতে নিশ্চয় সামর্থের সর্বোচ্চটা দিতে চাইবেন সফরকারীরা। সে হিসেবে আফগানরা যে শক্ত একাদশ নিয়েই মাঠে নামবে তাতে কোনো সন্দেহ নেই।

বাংলাদেশ একাদশে পরিবর্তন আসলেও আসতে পারে। প্রথমবার ওয়ানডে স্কোয়াডে ডাক পাওয়া দুই তরুণ নাসুম আহমেদ ও মাহমুদুল হাসান জয় অভিষেকের অপেক্ষায় আছেন। পেসার ইবাদত হোসেনও ওয়ানডে ক্যাপের অপেক্ষায়। সব মিলিয়ে সিরিজ নিশ্চিতের পর নতুনদের কাউকে বাজিয়ে দেখার চিন্তা করতেও পারে বাংলাদেশ।

ওয়ানডে সিরিজ টপ নিউজ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর