Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম বিশ্বকাপ রাঙাতে চায় বাংলাদেশ


২৭ ফেব্রুয়ারি ২০২২ ১৬:০৭ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২২ ১৬:১২

কদিন পর নিউজিল্যান্ডের মাটিতে পর্দা উঠবে নারী ওয়ানডে বিশ্বকাপের। বাংলাদেশের জন্য দুটি বিষয়ই নতুন। প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাচ্ছে নারী দল। নিউজিল্যান্ডেও আগে খেলা হয়নি। দুই প্রথমের অভিজ্ঞতা রাঙাতে চায় বাংলাদেশ। নারী ওয়ানডে দলের অধিনায়ক নিগার সুলতানা জানালেন, তার দল বিশ্বকাপে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী।

নারী বিশ্বকাপ মাঠে গড়াবে ৪ মার্চ। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে ৫ মার্চ, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ৮ দলের বিশ্বকাপে প্রথম পর্বেই সাতটি ম্যাচ খেলার সুযোগ মিলবে সালমা খাতুন, জাহানারা আলম, রুমানা আহমেদদের। পাকিস্তান, শ্রীলংকার মতো চেনা প্রতিপক্ষ যেমন আছে তেমনটি ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো শক্ত প্রতিপক্ষকেও মোকাবিলা করতে হবে বাংলাদেশকে।

বিজ্ঞাপন

বিশ্বকাপ শুরুর আগে নিগার সুলতানা বললেন, ‘আমার মনে হয় এটা আমাদের জন্য বড় সুযোগ। আমরা অনেকদিন ধরেই কঠোর পরিশ্রম করছি, এটা আমাদের প্রথম বিশ্বকাপ। আমার মনে হয় এখানে আমরা ভাল করতে পারব। বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা একটা সেরা মুহূর্ত হবে। নিউজিল্যান্ডের কন্ডিশনে আমরা আগে খেলিনি, তাই আগেভাগে এসেছি যাতে কন্ডিশনের সঙ্গে যাতে নিজেদের মানিয়ে নেওয়া যায়।’

নিউজিল্যান্ডের উইকেটগুলো সাধারণত গতিময়। পেসারদের জন্য বাউন্স, সুইং দুটিই থাকে। অপর দিকে স্পিনারদের জন্য কাজটা কঠিন হয়ে যায়। এদিকে বাংলাদেশের বোলিং আক্রমণ আবার স্পিননির্ভর। ব্যাটাররাও বেশি স্পিন খেলে অভ্যস্ত। এমন প্রতিবন্ধকতা জয় করতে ছেলেদের দলের স্মরণাপন্ন হচ্ছেন নারী ক্রিকেটাররা।

ছেলেদের বাংলাদেশ দল নিউজিল্যান্ডে বহু ক্রিকেট খেলেছে। ভালো করতে সেই অভিজ্ঞতা জানার ইচ্ছা নিগারের। তিনি বলেন, ‘ছেলেদের দলের কয়েকজনের সঙ্গে বেশ ভালো সম্পর্ক আহে। তারা এখানে আগে খেলেছেন। তাদের থেকে কন্ডিশন সম্পর্কে ধারণা নিব যেটা আমাদের মূল ম্যাচেও কাজে লাগতে পারে।’

বিজ্ঞাপন

বিশ্বকাপ শুরুর আগে অফিসিয়ালি দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ইংল্যান্ডের বিপক্ষে যার প্রথমটি মাঠে গড়াবে আগামীকাল। ২ মার্চ পাকিস্তানের বিপক্ষে অপর প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ নারী দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক, জাহানারা আলম, শামিমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার, লতা মণ্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুরাইয়া আজমিন, সানজিদা আক্তার মেঘলা।

নারী ওয়ানডে বিশ্বকাপ নিগার সুলতানা বাংলাদেশ নারী ক্রিকেট দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর