সব ম্যাচ জেতার লক্ষ্য সিরিজজয়ী বাংলাদেশের
২৭ ফেব্রুয়ারি ২০২২ ১৫:১৭ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২২ ১৯:১৬
চট্টগ্রাম থেকে: আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজটা ইতোমধ্যেই জিতে নিয়েছে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে ৪ উইকেটে জেতা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ জিতেছে ৮৮ রানের বড় ব্যবধানে। রাত পোহালে মাঠে গড়াবে তৃতীয় ওয়ানডে। আগেই সিরিজ নিশ্চিত হলেও এই ম্যাচকে সমগুরুত্বেরই মনে করছে বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজ বললেন, কালও জেতার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে বাংলাদেশ।
ওয়ানডে সুপার লিগ চালুর পর এখন প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। ওয়ানডে সুপার লিগের পয়েন্টের ভিত্তিতে আগামী বিশ্বকাপ খেলা নিশ্চিত হবে দলগুলোর। সে হিসেবে ওয়ানডে সুপার লিগের আওতাধীন প্রতিটি ম্যাচই দলগুলোর জন্য গুরুত্বপূর্ণ। সেটিই স্মরণ করিয়ে দিতে চাইলেন মিরাজ।
রোবাবর (২৭ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঐচ্ছিক অনুশীলন করেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মিরাজ বলছিলেন, ‘দেখুন গুরুত্বপূ্র্ণ হচ্ছে ১০ পয়েন্ট। বিশ্বকাপে কিন্তু টপ আটটা দলই (ওয়ানডে সুপার লিগের) কোয়ালিফাই করবে। সিরিজ জিতেছি খুব ভালো কথা। আমাদের পরবর্তী টার্গেট বাকি ম্যাচটা জিতে ১০ পয়েন্ট নেওয়া। সামনে হয়তো অনেক ভালো ভালো সুযোগ আসবে। হয়তো অনেক বড় চ্যালেঞ্জ আসবে। কিন্তু আমি মনে করি এই ১০ পয়েন্ট যদি নিতে পারি তখন আমাদের জন্য সহজ হয়ে যাবে সামনের চ্যালেঞ্জগুলো।’
‘আমরা চেষ্টা করবো শতভাগ অ্যাফোর্ট দিয়ে খেলার জন্য এবং আমাদের জন্য ১০ পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ।’-বলেন মিরাজ।
সিরিজের প্রথম ওয়ানডেতে দলকে বিপদের মুখ থেকে জিনিয়েছিলেন মেহেদি হাসান মিরাজ এবং আফিফ হোসেন ধ্রুব। ২১৫ রানের জবাব দিতে নেমে মাত্র ৪৫ রানে ছয় উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। সেখান থেকে অপরাজিত ১৭৪ রানের জুটি গড়ে দলকে জিতিয়েছেন মিরাজ-আফিফ। দুর্দান্ত সেই পারফরম্যান্স নিয়েও কথা উঠল।
মিরাজ বলছেন, দুর্দান্ত ওই পারফরম্যান্স ভবিষ্যতের জন্য তাদেরকে আত্মবিশ্বাসী করবে, ‘ক্রিকেকটা ১১ জনের খেলা। সবার অবদান রাখতে হয়। যেহেতু আমাদের এরকম একটা সুযোগ আসছে আমরা চেষ্টা করেছি। প্রথমে আমরা স্বাভাবিক ক্রিকেট খেলেছি। ওই সময় জেতার চিন্তা করি নাই। জুটি গড়ার চেষ্টা করেছি। যখন বড় জুটি হয়ে গেছে তখন চিন্তা করেছি কীভাবে ম্যাচটা জেতা যায়। আমাদের সুযোগ ছিল সেটা কাজে লাগাতে পেরেছি। এটা আমাদের ভবিষ্যৗতের জন্য ভালো হবে।’
মিরাজ বলেন, ‘আমরা চিন্তা করতাম আমরাও যদি সুযোগ পাই তবে আমরাও চেষ্টা করবো ম্যাচ জেতাতে। ওই আত্মবিশ্বাস ছিল মাঠের মধ্যে। আমাদের যখন ৫০ হয়ে গেল তখন নিজেদের বলছিলাম যে আমরা যদি ম্যাচ না জিতি তবে এই ৫০ এর কোন দাম থাকবে না। যদি জিতে যাই তবে এটা আমাদের জন্য ভাল একটা অর্জন হবে।’