Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাপের মুখে চেলসির নিয়ন্ত্রণ ছাড়লেন রোমান আব্রামোভিচ

স্পোর্টস ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২২ ০১:১১ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২২ ১০:১৮

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর বেশ চাপের মুখে পড়েছেন ফুটবল ক্লাব চেলসির মালিক রোমান আব্রাহামোভিচ। চাপের মুখে অবশেষে চেলসির নিয়ন্ত্রণ ছেড়েছেন আব্রাহামোভিচ। আর চেলসির সকল দায়িত্ব ট্রাস্টি বোর্ডের হাতে তুলে দিয়েছেন তিনি। ক্লাবের নিয়ন্ত্রণ ছাড়লেও মালিকানা ছাড়েননি এই রাশিয়ান ধনকুবের।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) চেলসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিবৃতিতে জানানো হয়, ক্লাবের মালিকানা না ছাড়লেও আব্রাহামোভিচ ক্লাবের সকল দায় দায়িত্ব চেলসি ফাউন্ডেশনের ট্রাস্টিদের কাছে হস্তান্তর করেছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে সমালোচনার মুখে পড়েছেন আব্রাহামোভিচ। আর শেষ পর্যন্ত সমালোচনার মুখে ক্লাবের নিয়ন্ত্রকের পদ থেকে সরে দাঁড়ালেন তিনি।

বিবৃতিতে আব্রাহামোভিচ বলেন, ‘চেলসির ২০ বছরের মালিকানার সময়ে আমি সবসময় ক্লাবের স্বার্থ সবার আগে দেখেছি। আর এই সময় আমি কেবল ক্লাবের একজন কর্মকর্তা হিসেবেই নিজেকে ভেবেছি। যার কাজ ক্লাবের উন্নতির জন্য কাজ করা এবং ক্লাবের ভবিষ্যৎ মজবুত করা। এবং সেই সঙ্গে সমাজে ইতবাচক ভূমিকা রাখা।’

তিনি আরও বলেন, ‘এ কারণে আমি ক্লাবের জন্য সেরাটা ভাবনায় নিয়ে সিদ্ধান্ত নিয়েছি। আমি ক্লাবের মূল্যবোধের প্রতি একাত্ম থেকে ক্লাবের দায়ভার চেলসি ফাউন্ডেশনের ট্রাস্টিদের হাতে তুলে দিচ্ছি। আমি মনে করি বর্তমান সময়ে তারা ক্লাব, খেলোয়াড়, কর্মকর্তা এবং সমর্থকদের সবচেয়ে ভালো দেখভাল করতে পারবেন।’

রাশিয়ান এই ধনকুবের বিরুদ্ধে যুক্তরাজ্যের পার্লামেন্টের একজন সদস্য নতি ফাঁস করেন। যেখানে দেখা মেলে আব্রাহামোভিচ রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনের অনেক দুর্নীতির সঙ্গে সরাসরি জড়িত। আর একারণেই তাকে ক্লাবের মালিকানার পদ থেকে সরিয়ে দেওয়ারও জোর দাবী ওঠে। সেই পরিপ্রেক্ষিতেই অবশেষে রোমান আব্রাহামোভিচ নিজেই সরে দাঁড়িয়েছেন ক্লাবের নিয়ন্ত্রকের পদ থেকে।

বিজ্ঞাপন

গত বৃহস্পতিবার শুরু হওয়া যুদ্ধের তৃতীয় দিন কিয়েভে মিসাইল বর্ষণ করছে রাশিয়া। রাজধানী জুড়ে অসংখ্য মিসাইলের আঘাতের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। বেশ কয়েকটি বহুতল ভবনে আঘাত হেনেছে এসব রুশ মিসাইল। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে তার প্রকৃত চিত্র পাওয়া যাচ্ছে না।

সারাবাংলা/এসএস

ইউক্রেন-রাশিয়া সংঘাত চেলসি এফসি চেলসির নিয়ন্ত্রণ রোমান আব্রাহামোভিচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর