দ. আফ্রিকায় কারস্টেনের একাডেমিতে অনুশীলন করবেন মুমিনুলরা
২৭ ফেব্রুয়ারি ২০২২ ০১:০৯ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২২ ০১:১২
দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে আগামী মার্চে দক্ষিণ আফ্রিকা যাবে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট সিরিজের আগে ১০ দিনের অনুশীলন ক্যাম্প করবেন টেস্ট দলের ক্রিকেটাররা। অনুশীলন হবে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ও কোচ এবং ভারতকে বিশ্বকাপ জেতানো কোচ গ্যারি কারস্টেনের একাডেমিতে।
দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অবস্থিত ওই একাডেমিতে অনুশীলনে কারস্টেনের দীক্ষাও পাবেন বাংলাদেশি ক্রিকেটাররা। অবশ্য পুরো ১০ দিন নয়। আইপিএল ব্যস্ততার কারণে বাংলাদেশের অনুশীলনে তিন দিন সময় দিবেন কারস্টেন। অনুশীলনে দলের সঙ্গে থাকবেন বাংলাদেশের ব্যাটিং কোচ জেমি সিডন্স। সদ্য সাবেক হয়ে যাওয়া বাংলাদেশের ফিল্ডিং কেচ রায়ান কুক কারস্টেনের একাডেমিতে কোচের দায়িত্বে আছেন। তিনিসহ আরও দুজন কোচ বাংলাদেশের অনুশীলনে থাকবেন।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র।
টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে ১২ মার্চ দক্ষিণ আফ্রিকার বিমান ধরবে বাংলাদেশ দল। কোভিড প্রটোকলের কারণে টেস্ট ও ওয়ানডে দলের ক্রিকেটাররা একত্রে সফর করবেন। দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ৩১ মার্চ। তার আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ চলাকালে এই ফাঁকা সময়ে কারস্টেনের একাডেমিতে অনুশীলন ক্যাম্প করবেন টেস্ট দলের ক্রিকেটাররা।
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৮ মার্চ, সেঞ্চুরিয়ানে। ২০ মার্চ জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ, ২৩ মার্চ তৃতীয় ওয়ানডে হবে সুপারস্পোর্ট পার্কে। ৩১ মার্চ দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম শুরু হবে ডারবানে। পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৮ এপ্রিল।