Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিডন্স বলছেন তামিমকে আউট করা কঠিন, তবে…


২৬ ফেব্রুয়ারি ২০২২ ২১:২২ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২২ ২১:২৫

চট্টগ্রাম থেকে: আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের ঘটনা। বাঁহাতি আফগান পেসার ফজলহক ফারুকির ভেতরে ঢোকা বলে সামনে পা বাড়িয়ে খেলতে গিয়েছিলেন তামিম ইকবাল। খেলতে পারেননি ঠিকভাবে। লাইন মিস করে এলবিডব্লিউ। ফারুকির বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও আউট হয়েছেন সেই একই ভাবে। এই এলবিডব্লিউ ফাঁদটা বড্ডই ভোগাচ্ছে তামিম ইকবালকে। ওয়ানডে ক্যারিয়ারে ২০ বার এলবিডব্লিউ হয়েছেন তামিম, বাংলাদেশি ব্যাটারদের মধ্যে যা সর্বোচ্চ। বাংলাদেশের নতুন ব্যাটিং পরামর্শক জেমি সিডন্সকেও ভাবাচ্ছে বিষয়টি। বললেন এই দুর্বলতা কাটিয়ে উঠতে পারলে তামিমকে আউট করা কঠিন।

বিজ্ঞাপন

অফস্ট্যাম্পের বাইরের বল রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার ক্ষেত্রে তামিমের পা বাঁকা হয়ে যায়। ব্যাটও বলের কাছে যায় কিছুটা ক্রস হয়ে। ফলে ফাঁকা জায়গায় তৈরি হয় বেশি। এতে বল ব্যাট মিস করার সম্ভবনাও বেড়ে যায়। গত দুই ম্যাচে ঠিক সেভাবেই আউট হয়েছেন ওয়ানডে দলের অধিনায়ক।

তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের হয়ে তামিমের রান ১৪ হাজার ১৭৫। বাংলাদেশের পক্ষে যা সর্বোচ্চ। ফিফটি ও সেঞ্চুরির দিক দিয়েও তামিমের ধারেকাছে কেউ নেই। সিডন্স মনে করছেন, আড়াআড়ি পায়ে খেলার এই অভ্যাস পাল্টাতে পারলে তামিমের সেরা সময়টা পড়েই আছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিডন্স বলেন, ‘ তামিম তার সামনের পা আরও সোজা করতে চায়। এসব বিষয় খুব শিগগিরই হয় না। তবে আমরা দীর্ঘমেয়াদি চিন্তা করছি। সে যদি আরও ৩-৪ বছর খেলতে চায়, তার সামনের পা আরেকটু সোজা করতে হবে। তা হলে সে আরও সাফল্য পাবে। তামিম যদি লেগ বিফোর আউট না হয়, তাকে আউট করা খুবই কঠিন। সে আরও অনেক রান করতে পারবে। আমি দেখতে পাচ্ছি, তামিমের সেরা ক্রিকেট এখনও সামনে পড়ে আছে।’

সদ্য শেষ হওয়া বঙ্গবন্ধু অষ্টম বিপিএলে দুর্দান্ত পারফর্ম করেছেন তামিম। কিন্তু আফগানিস্তান সিরিজের প্রথম দুই ম্যাচে সফল হতে পারেননি। প্রথম ওয়ানডেতে ৮ বলে করেছেন ৮ রান। দ্বিতীয় ওয়ানডেতে ২৪ বলে করেছেন ১২ রান।

জেমি সিডন্স তামিম ইকবাল বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর