ইউক্রেন যুদ্ধ: রাশিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই খেলবে না পোল্যান্ড
২৬ ফেব্রুয়ারি ২০২২ ১৫:৫১ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২২ ১৯:১৫
রাশিয়ার বিপক্ষে পোল্যান্ড বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে না বলে জানিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। সেই সঙ্গে ফিফাকে এই সূচি নিয়ে নতুন করে ভাবার অনুরোধ করেছে পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশন।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনের ওপর হামলা শুরু করে রাশিয়া। এরপর থেকে বিশ্বের সকল দেশ রাশিয়ার ওপর নানান ধরনের নিষেধাজ্ঞা দিচ্ছে। এরপর শুক্রবার ভোর থেকেই কিয়েভে ক্ষেপণাস্ত্র বর্ষণ করে আসছে রাশিয়া। সর্বশেষ তথ্য অনুযায়ী, রুশ সেনারা কিয়েভে ঢুকে পড়েছে। প্রতিরোধ করছে ইউক্রেনের সেনারা। শহরজুড়ে দুই পক্ষের গুলাগুলি চলছে। ইউক্রেন সরকার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে ইউক্রেনের প্রতিরক্ষা বিভাগ দেশের সকল সক্ষম নাগরিকদের রুশ সেনাদের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়েছে। ইউক্রেনের কমান্ডার ইয়োরি গালুশকিন বিবৃতিতে জানান, বেসামরিক নাগরিকদের যে কেউ যুদ্ধে যোগ দিতে পারবেন। বয়সসীমা উঠিয়ে দেওয়া হয়েছে।
আর ইউক্রেনের ওপর রাশিয়ার এমন হামলার প্রতিবাদে রাশিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছে পোল্যান্ড। আগামী ২৪ মার্চ মস্কোতে রাশিয়ার বিপক্ষে বাছাইপর্বের ম্যাচ খেলার কথা ছিল পোল্যান্ডের।
The head of the Polish FA has said his country will *refuse* to play against Russia in upcoming World Cup qualifier next month. “This is the only right decision,” said FA chief Cezary Kulesza. FIFA are going to have to make a decision. (@jwhitey98) https://t.co/xkBHxhXDaE
— Adam Crafton (@AdamCrafton_) February 26, 2022
পোলিশ এফএ’র প্রধান চেজারি কুলেসজা ‘দ্য অ্যাথলেটিক’কে এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আর কোনো কথা নয়, এবার কাজ করে দেখানোর সময়। রাশিয়ান ফেডারেশনের ইউক্রেনের ওপর আক্রমণের প্রতিবাদে আমরা বাছাইপর্বের ম্যাচে তাদের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নিয়েছি। এটাই একমাত্র সঠিক সিদ্ধান্ত।’
কেবল পোল্যান্ড একাই নয়, তাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য সুইডেন এবং চেক প্রজাতন্ত্রকেও আমন্ত্রণ জানিয়েছে দেশটি। এ ব্যাপারে এজারি কুলেসজা আরও বলেন, ‘আমরা এই ব্যাপারে সুইডেন এবং চেক প্রজাতন্ত্রের সঙ্গে কথা বলার আমন্ত্রণ জানিয়েছি। এবং আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশের আহ্বান জানিয়ে ফিফার সঙ্গে আলোচনার আমন্ত্রণ জানিয়েছি।’
এদিকে গত বৃহস্পতিবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘আমরা এই ব্যাপার সার্বক্ষিণ নজরে রাখছি। আমরা বিশ্বকাপ বাছাইপর্বের সূচি নিয়ে সামনে সিদ্ধান্ত নেব। আমরা দ্রুতই একটি সিদ্ধান্তে পৌছাব।’
পোল্যান্ডের অধিনায়ক রবার্ট লেভান্ডোফস্কি শুক্রবার টুইটারে লেখেন, ‘যুদ্ধ যা কিছু ধ্বংস করে তার ঠিক বিপরীতটাই ক্রীড়া মানুষের সামনে তুলে আনে। যারা স্বাধীনতা এবং শান্তির পক্ষে তাদের সবার এখন ইউক্রেনের ওপর এমন আক্রমণের বিপক্ষে একাত্ম হতে হবে। জাতীয় দলের অধিনায়ক হিসেবে আমি আমার দলের খেলোয়াড়দের সঙ্গে রাশিয়ার বিপক্ষে খেলা নিয়ে কথা বলবো। সেই সঙ্গে আমি ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধানের সঙ্গেও কথা বলবো।’
সারাবাংলা/এসএস
২০২২ বিশ্বকাপ বাছাইপর্ব টপ নিউজ পোল্যান্ড-রাশিয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ