আমাদের স্পিন বিশ্বসেরা, বাংলাদেশ জানত বলেই…
২৫ ফেব্রুয়ারি ২০২২ ২২:১৬ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২২ ২২:১৯
চট্টগ্রাম থেকে: বাংলাদেশের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজে সুবিধা করতে পারছে না আফগানিস্তানের স্পিন বোলিং আক্রমণ। সিরিজের প্রথম দুই ওয়ানডে মিলিয়ে মাত্র ৩ উইকেট পেয়েছেন আফগান স্পিন আক্রমণ। রশিদ খান দুই ম্যাচে পেয়েছেন দুই উইকেট, মুজিব-উর রহমান দুই ওয়ানডে মিলিয়ে পেয়েছেন এক উইকেট। মোহাম্মদ নবি এখনো উইকেটের দেখাই পাননি। এক্ষেত্রে পিচের একটা ভূমিকা দেখছেন আফগানিস্তানের অধিনায়ক হাশমতুউল্লাহ শাহিদি।
রশিদ খান, মুজিব-উর রহমান, মোহাম্মদ নবিকে নিয়ে আফগানিস্তানের স্পিন বোলিং আক্রমণ বেশ শক্ত। স্পিন বোলিং-ই আফগানদের মুল শক্তির জায়গায়। সেই হিসেবেই হয়তো পরিকল্পনা সাজাতে চেয়েছে স্বাগতিক বাংলাদেশ!
মিরপুরের তুলনায় চট্টগ্রামের পিচে এমনিতেই কম সুবিধা পেয়ে থাকেন স্পিনাররা। খুব বেশি টার্ন মিলেনা উইকেটে। চলতি সিরিজে স্পিনারদের জন্য পিচ মনে হচ্ছে আরও কঠিন! এদিকে, ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই রাখা হয়েছে চট্টগ্রামে।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানকে আজ ৮৮ রানে হারিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৪ উইকেটের জয় পাওয়াতে সিরিজ জয়ও নিশ্চিত হয়েছে বাংলাদেশের।
ম্যাচ শেষে আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি বললেন, ‘তারা জানত, আমাদের বিশ্বের এক নম্বর স্পিন আক্রমণ আছে। তাই তারা পেসবান্ধব উইকেট বানিয়েছে। এটা বাংলাদেশের হোম সিরিজ। আমরা আসলে আশাই করিনি যে ওরা আমাদের জন্য স্পিন বান্ধব উইকেট বানাবে।’
উইকেট বিচারে সিরিজে বাংলাদেশ বোলিং আক্রমণও সাজাচ্ছে পেস নির্ভর। আগের দুই ওয়ানডেতেই তিন পেসার নিয়ে খেলতে নামে বাংলাদেশ। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলামকে নিয়ে গড়া বাংলাদেশের ফর্মে থাকা পেস আক্রমণের বিপক্ষে সুবিধা করতে পারেনি আফগানিস্তানের ব্যাটিং ইউনিট।
তা নিয়েও আক্ষেপ ঝরল হাশমতুউল্লাহর কণ্ঠে। আফগান অধিনায়ক বলেন, ‘মূল ব্যাপার হচ্ছে, ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ভালো করতে পারিনি। আশা করি, আমরা পরের ম্যাচে ভালো করতে পারব। আসলে পেস বা স্পিন মূল বিষয় না। আমাদের আরও বেশি সময় ধরে ব্যাটিং করা উচিত ছিল।’