Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরিজ নিশ্চিতের প্রত্যাশায় আগে ব্যাটিংয়ে বাংলাদেশ


২৫ ফেব্রুয়ারি ২০২২ ১০:৩৯ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২২ ১২:১৬

চট্টগ্রাম থেকে: আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি শুরু হবে সকাল ১১টায়। ম্যাচে অপরিবর্তীত একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। অপর দিকে আফগানিস্তান একাদশে তিন পরিবর্তন এনেছে। ইব্রাহিম জাদরান, ইয়ামিন আহমেদজাই ও গুলবাদিন নাইবের জায়গায় ডাকা হয়েছে রিয়াজ হাসান, ফারিদ আহমেদ ও আজমতুল্লাহ ওমরজাইকে।

বিজ্ঞাপন

আফিফ হোসেন ধ্রুব ও মেহেদি হাসান মিরাজের দুর্দান্ত ব্যাটিংয়ে সিরিজের প্রথম ওয়ানডে জিতে ১-০তে এগিয়ে আছে বাংলাদেশ। একদিন আগে সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানদের ২১৫ রানে আটকে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়েছিল বাংলাদেশ।

মাত্র ১৮ রানে চার উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ ৪৫ রানে হারিয়ে ফেলে ষষ্ঠ উইকেট। সেখান থেকে সপ্তম উইকেট জুটিতে ১৭৪ রানের দুর্দান্ত এক অপরাজিত জুটি গড়ে ম্যাচ জিতিয়েছেন দুই তরুণ মিরাজ এবং আফিফ।

আজ জিতলেই সিরিজ বাংলাদেশের। সেই সঙ্গে আইসিসি সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষেও উঠে বসবে তামিম ইকবালের দল।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমতউল্লাহ গুলবাজ, রিয়াজ হাসান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব-উর রহমান, ফরিদ আহমেদ, ফাজলুহক ফারুকি ও আজমতউল্লাহ ওমরজাই।

বিজ্ঞাপন

টপ নিউজ তামিম ইকবাল বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর