Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টপ অর্ডারের ওপর ডমিঙ্গোর পূর্ণ আস্থা


২৪ ফেব্রুয়ারি ২০২২ ১৬:০৩ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৪৬

চট্টগ্রাম থেকে: গতকাল প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে রীতিমতো মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশের টপ অর্ডার। ২১৫ রানের ছোট টার্গেটের জবাব দিতে নেমে ১৮ রানে চার উইকেট হারিয়ে বসা বাংলাদেশ ৪৫ রানে হারিয়ে ফেলে ষষ্ঠ উইকেট। দুই তরুণ আফিফ হোসেন ধ্রুব ও মেহিদি হাসান মিরাজের বীরত্বগাথা এক পার্টনারশিপে তারপরও অবশ্য ম্যাচ জিতেছে বাংলাদেশ। তবে টপ অর্ডার নিয়ে চিন্তা রয়েই গেছে।

টপ অর্ডারে অনেকদিন যাবতই ভুগছে বাংলাদেশ। টি-টোয়েন্টি ফরম্যাটে দেশের মাটিতে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের টপ অর্ডার ছিল পুরোপুরি ব্যর্থ। টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং পাকিস্তান সিরিজেও হতাশ করেছে টপ অর্ডার। ফরম্যাট পাল্টে ওয়ানডে খেলতে নেমে টপ অর্ডারের ব্যর্থতা ঘোচে কিনা সেটাই ছিল আগ্রহ। কিন্তু প্রায় ৭ মাস পর ওয়ানডে খেলতে নেমে কাল এই ফরম্যাটেও নিদারন ব্যর্থ টপ অর্ডার। অবশ্য ওয়ানডে ফরম্যাটের টপ অর্ডারের ওপর পূর্ণ আস্থাই আছে হেড কোচ রাসেল ডমিঙ্গোর।

বিজ্ঞাপন

ওয়ানডেতে বাংলাদেশের হয়ে ওপেনিং করছেন তামিম ইকবাল, লিটন দাস। তিনে সাকিব আল হাসান, চার-পাঁচে সাধারণত ব্যাটিং করেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদরা। এতো অভিজ্ঞদের নিয়ে গড়া টপ অর্ডারে পূর্ণ আস্থার কথািই জানালেন রাসেল ডমিঙ্গো।

আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি খেলতে নামবে বাংলাদেশ। তার আগে আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রাসেল ডমিঙ্গো সাংবাদিকদের বলেন, ‘আরও ভালো করতেই হবে তাতে সন্দেহ নেই। তবে তামিম, মুশফিক, রিয়াদ, সাকিবকে নিয়ে কোয়ালিটি অর্ডার আছে আমাদের। লিটনও আছে। হাই কোয়ালিটি ব্যাটিং লাইনআপ আমাদের।’

বিজ্ঞাপন

অনেকদিন পর ওয়ানডে খেলতে নেমেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি ফরম্যাটের বিপিএল শেষ হতেই নেমে পড়তে হয়েছে আফগানিস্তান সিরিজে। গতকাল টপ অর্ডারের ধসে এটাতেও কারণ খুঁজছেন ডমিঙ্গো।

তিনি বলেন, ‘ছেলেরা অনেকদিন টি-টোয়েন্টি খেলার পর একদিনের ক্রিকেটে ফিরেছে। গতকালের পারফরম্যান্সে তারা নিজেরাও হতাশ। কাল আরও অনেক ভালো পারফরম্যান্স প্রত্যাশা করছি।’

টপ নিউজ বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ রাসেল ডমিঙ্গো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর