Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্দান্ত জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন


২৩ ফেব্রুয়ারি ২০২২ ২০:৪৫ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২২ ২১:০৬

চট্টগ্রাম থেকে: মেহেদি হাসান মিরাজ ও আফিফ হোসেন ধ্রুবর অবিশ্বাস্য এক জুটিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৪ উইকেটে জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। দারুণ জয় পাওয়া টাইগারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২২ ফেব্রুয়ারি) এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ জাতীয় দলের সকল খেলোয়াড়, কোচ, ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ উত্তেজনাপূর্ণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। প্রথমে বোলিং করে আফগানদের ২১৫ রানেই আটকে রাখলেও পরে ব্যাটিং করতে নেমে শুরুতেই মহা-বিপদে পড়ে স্বাগতিকরা। ১৮ রানে চার উইকেট হারানো বাংলাদেশ ৪৫ রানের মাথায় হারায় ষষ্ঠ উইকেট। কি-ই বা ভেবেছিলেন সেখান থেকে ম্যাচ জিতবে বাংলাদেশ!

কিন্তু সপ্তম উইকেটে দুই তরুণ আফিফ হোসেন ধ্রুব ও মেহেদি হাসান মিরাজ অবিচ্ছিন্ন ১৭৪ রানের জুটি গড়ে বাংলাদেশকে অবিশ্বাস্য এক জয় এনে দিয়েছেন। এই জয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে গেল বাংলাদেশ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর