Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এভাবেও জেতা যায়— বিশ্বাসই হয়নি তামিমের


২৩ ফেব্রুয়ারি ২০২২ ২০:২৩ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২২ ২২:০৩

চট্টগ্রাম থেকে: ২১৫ রানের জবাব দিতে নেমে ১৮ রানে চতুর্থ উইকেট হারানো বাংলাদেশ ৪৫ রানের মাথায় হারিয়ে বসল ষষ্ঠ উইকেট। সেখান থেকেও ম্যাচ জেতা যায়? দুই তরুণ আফিফ হোসেন ধ্রুব ও মেহেদি হাসান মিরাজের ব্যাটে সেই পরিস্থিতি থেকে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জিতেছে বাংলাদেশ। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল বললেন, তার বিশ্বাসই হয়নি ৪৫ রানে ছয় উইকেট হারানোর পর জিতে যাবে দল।

শুধু তামিম কেন, কেই-বা ভেবেছিলেন যে আজ জিতে যাবে বাংলাদেশ! ফাজলহক ফারুকীর পেসে মাত্র ৪৫ রানে ছয় উইকেট হারানোর পর ব্যাটার বলতে অপরাজিত ছিলেন কেবল আফিফ এবং মিরাজই। তাদের মধ্যে আফিফকে পুরোদমে ব্যাটার ধরা হলেও মিরাজ মূলত বোলিং অলরাউন্ডার। ডানহাতি তরুণের ব্যাটিং স্বত্তা খুব বেশি উজ্জ্বল নয়। এই দুজন মিলে যে অবিশ্বাস্য এক জুটি গড়ে দলকে জেতাবেন এমন ভাবনা কারও মনেই হয়তো আসেনি।

বিজ্ঞাপন

বুধবার (২২ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ১৭৪ রানের রেকর্ড জুটি গড়েন দুজন। শুরুর ধাসের পর বাংলাদেশ তাতে ম্যাচ জিতেছে ৪ উইকেটে। ম্যাচ সেরা মিরাজ অপরাজিত ছিলেন ৮১ রানে, আফিফ অপরপ্রান্তে অপরাজিত ছিলেন ৯১ রানে।

ম্যাচ শেষে তামিম ইকবাল বলছিলেন, ‘সত্যি বলতে- না, আমি একবারও ভাবিনি (জেতা সম্ভব)। যদি এখন বলি, আমি বিশ্বাস করেছিলাম তাহলে মিথ্যা বলা হবে। ২১৬ রান তাড়া করতে নেমে ৪৫ রানে ৬ উইকেট হারানো… সত্যিই খুব কঠিন।’

বললেন আফগানিস্তানের শক্ত বোলিং আক্রমণের বিপক্ষে মিরাজ-আফিফ যেভাবে খেলেছেন তাতে গর্ব হচ্ছে তার। তামিম বলেন, ‘সত্যি বলতে আমি খুবই খুশি। শুধু মাত্র দল জিতেছে বলেই খুশি নই। যেভাবে দুই তরুণ ক্রিকেটার খেলেছে, অবিশ্বাস্য। আমার কোনো শব্দ নেই তাদের ইনিংসের বর্ণনা করার। খুবই খুশি এবং গর্ব করছি। আমি হৃদয় থেকে প্রার্থনা করছি এটাই তাদের শেষ নয়, এখান থেকেই তাদের যাত্রা শুরু হলো। আমাদের জন্য তাদের আরো ম্যাচ জিততে হবে। খুব খুশি তাদের নিয়ে।’

বিজ্ঞাপন

‘সহজ ছিল না ওদের বিপক্ষে ব্যাটিং করা (রশিদ-নবী-মুজিব)। আমি সব সময়ই বলেছি তাদের দারুণ বোলিং অ্যাটাক আছে। বিশেষ করে তাদের স্পিন অ্যাটাক দুর্দান্ত। কিন্তু তাদেরকে যেভাবে সামলে নিয়েছে, সেটা দেখে অসাধারণ লেগেছে।’– যোগ করেন তামিম।

দুর্দান্ত এই  জয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে গেল বাংলাদেশ। সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে- ২৫ ও ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

আফিফ হোসেন ধ্রুব টপ নিউজ তামিম ইকবাল বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ মেহেদি হাসান মিরাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর