Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিরোপা জিততে বরিশালের দরকার ১৫২ রান

স্পোর্টস ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৩২ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২২ ২১:৫১

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে ফরচুন বরিশালের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস। শুরুতে নারিন ঝড়ের পর শেষ দিকে মঈন ও রনির কার্যকরি ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে কুমিল্লা সংগ্রহ করে ১৫১ রান।

প্রথমে ব্যাট করতে নেমে ঝড়ো শুরু করেন সুনিল নারিন। মুজিব উর রহমানের করা প্রথম ওভার থেকে ১৮ রান নেন নারিন। শফিকুল ইসলামের করা দ্বিতীয় ওভার থেকেও নারিন নেন ১৮ রান। দুই ওভারে কুমিল্লার রান তখন ৩৬। তৃতীয় ওভারে বল হাতে আসেন সাকিব আল হাসান। ওভারের শেষ বলে লিটন দাসকে বোল্ড করলে ভাঙে ৪০ রানের উদ্বোধনী জুটি। লিটন ৬ বলে ৪ রান করে ফেরেন।

বিজ্ঞাপন

তবে অপর প্রান্তে ঝড় অব্যহত রাখেন নারিন। সাকিব আল হাসানের দ্বিতীয় ওভারের শেষ বলে তিন রান নিয়ে পূর্ণ করেন অর্ধশতক। দ্বিতীয় কোয়ালিফায়ারে ১৩ বলে অর্ধশতকের পর ফাইনালে ২১ বলে অর্ধশতক করেন নারিন।

ষষ্ঠ ওভারে মেহেদি হাসান রানার স্লোয়ার বলে বাউন্ডারি লাইনে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন নারিন। আউট হওয়ার আগে ২৩ বলে ৫টি চার আর ৫টি ছয়ে ৫৭ রান করেন নারিন।

নারিন ফেরার পর চাপে পড়ে দ্রুত উইকেট হারাতে থাকে কুমিল্লা। ৭ম ওভারে মাহমুদুল হাসান জয় রান আউট হন দলীয় ৭৩ রানে। এরপর ফাফ ডু প্লেসিস ৭ বলে ৪ আর ইমরুল কায়েস ১২ বলে ১২ রান করে ব্রাভোর শিকার হয়ে ফিরলে ১০ ওভারে ৯৪ রানে ৫ উইকেটের দলে পরিণত হয় কুমিল্লা।

১১তম ওভারে আরও এক ধাক্কা কুমিল্লার ব্যাটিং লাইনআপে। আরিফুল ইসলাম রানের খাতা খোলার আগেই ফেরেন মুজিবের বলে বোল্ড হয়ে। টানা দুই ম্যাচে কোনো রানই করতে পারলেন না টাইগার এই ব্যাটার।

বিজ্ঞাপন

এরপর আবু হায়দার রনিকে সঙ্গে নিয়ে বিপর্যয় সামাল দেন মঈন আলী। অন্যদিকে সাকিব আল হাসানের দুর্দান্ত অধিনায়কত্বের সঙ্গে বরিশালের বোলাররা দুর্দান্ত বোলিং করতে থাকেন। এতেই কুমিল্লাকে কোণঠাসা করে ফেলে। ৫ ওভার ২ বলে ৬৯ রানে ১ উইকেট থেকে ব্যাটিংয়ে ধস নামা কুমিল্লার হাল ধরেন আবু হায়দার রনি ও মঈন আলী। এই দুই ব্যাটার ৭ম উইকেটে গড়েন ৫৪ রানের জুটি। শেষ দিকে মঈন আলী ৩২ বলে ৩৮ রান করে রানআউট হন আর রনি ২৭ বলে ১৯ রান করে শফিকুলে বলে আউট হন।

এতেই নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫১ রান করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বরিশালের হয়ে দুটি করে উইকেট নেন মুজিব উর রহমান এবং শফিকুল ইসলাম। আর একটি করে উইকেট নেন সাকিব আল হাসান, ডুয়েন ব্রাভো এবং মেহেদি হাসান রানা।

সংক্ষিপ্ত স্কোরকার্ড

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ২০ ওভার; ১৫১/০; (নারিন ৫৭, লিটন ৪, জয় ৮, ডু প্লেসিস ৪, ইমরুল ১২, মঈন ৩৮, রনি ১৯, শহিদুল ০, তানভির ০*, মোস্তাফিজ ০*); (মুজিব ৪-০-২৭-২, শফিকুল ২-০-২৪-০, সাকিব ৪-০-৩০-১, ব্রাভো ৪-০-২৬-১, রানা ৪-০-৩৪-১)।

টস: কুমিল্লা ভিক্টোরিয়ান্স টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ২০২২ বিপিএল। এবারের বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

সারাবাংলা/এসএস

কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম সিলেট সানরাইজার্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২২ বিপিএল বিপিএল ফাইনাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর