‘নেগেটিভ’ সাকিবের ফাইনাল খেলতে বাধা নেই
১৮ ফেব্রুয়ারি ২০২২ ১৬:২৮ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২২ ১৭:০১
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) মাঠে নামছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ফরচুন বরিশাল। তবে ফাইনালের আগে নতুন এক বিতর্কে জড়ান বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। ফাইনালের আগের দিন ট্রফি নিয়ে ছবি তোলার সময়ে ছিলেন না সাকিব। প্রথমে জানা গেল পেটের পীড়ায় ভুগছেন সাকিব। তবে পেটের পীড়ায় নয় সাকিব ছিলেন বিজ্ঞাপনের শুটিংয়ে। এবার ফাইনালের আগে পিসিআর টেস্টে নেগেটিভ হয়েই দলের সঙ্গে যুক্ত হয়েছেন এ অলরাউন্ডার। এতেই সাকিবের ফাইনাল খেলতে থাকছে না কোনো বাধা।
শংকা জেগেছিল সাকিবের ফাইনালে খেলা নিয়ে। কেননা বিপিএলের বায়ো বাবল ভেঙে বিজ্ঞাপনের শুটিং করেছেন তিনি। ছিলেন না টিম হোটেলেও। বিসিবি’র নিয়ম অনুযায়ী, বাবল থেকে বের হলে সেখানে ফিরতে করোনা নেগেটিভ হতে হবে। আর সেই করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন সাকিব। সংবাদমধ্যমকে ব্যাপারটি নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক মনজুর ইসলাম, ‘সাকিব বিসিবির কোভিড প্রটোকল মেনে হোটেলে ফিরেছেন। কাল রাতেই তিনি করোনা পরীক্ষা করিয়েছেন। তাতে নেগেটিভ হয়েছেন। আমাদের পক্ষ থেকে কোনো সমস্যা নেই।’
ফাইনালের আগের দিন অনুশীলনে আসেননি সাকিব। ফটোসেশন এবং ট্রফি উন্মোচনেও ছিলেন না ফরচুন বরিশালের অধিনায়ক। পরে বরিশালের পক্ষ থেকে জানানো হয়, পেটের পীড়ায় ভুগছেন বলেই উপস্থিত হতে পারেননি সাকিব।
সাকিবের বদলে ফটোসেশনে অংশ নেন বরিশালের সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েসের সঙ্গে আনুষ্ঠানিক ট্রফি উন্মোচন করেন সোহান।
এদিকে, সাকিবের অনুপস্থিতি নিয়ে ভিন্ন আলোচনাও হচ্ছে। আলোচনার জন্ম দিয়েছেন বরিশালের হয়ে ট্রফি উন্মোচনে অংশ নেওয়া নুরুল হাসান সোহানই। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, সাকিবের না থাকার কারণ তিনি জানেন না!
সোহান বলেন সকালে সাকিবকে জিম করতে দেখেছেন তিনি। তরুণ উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘গতকাল (বুধবার) ঐচ্ছিক অনুশীলন ছিল, সাকিব ভাই অনুশীলন করেছেন। আজ হয়তো জিম করেছেন, সে কারণে হয়তোবা আসতে পারেননি। তাই আমি এসেছি। আর এটা হচ্ছে পুরোটাই টিম ম্যানেজমেন্টের ব্যাপার। আমি যখন দেখেছিলান সকালে উনি (সাকিব) জিম করছিলেন।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ২০২২ বিপিএল। এবারের বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/
সারাবাংলা/এসএস