Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইনালে জ্বলে উঠবেন বিদেশিরা, প্রত্যাশা বরিশালের


১৭ ফেব্রুয়ারি ২০২২ ২২:৪১ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২২ ১২:২৫

সাকিব আল হাসানের কাঁধে চড়ে চলতি বিপিএলে রীতিমতো অপ্রতিরোধ্য ফরচুন বরিশাল। এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে মাত্র দুটিতে হেরেছে দলটি। তবে একটা অপূর্ণতা রয়েই গেছে। প্রত্যাশিত পারফর্ম করতে ব্যর্থ বিদেশি ক্রিকেটাররা। বিশেষ করে ক্রিস গেইল সেই শুরু থেকেই আছেন নিজের ছায়া হয়ে। ফরচুর বরিশালের কোচ খালেদ মাহমুদ সুজনের প্রত্যাশা, আগামীকালের ফাইনালে জ্বলে উঠবেন বিদেশিরা।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালপূর্ব সংবাদ সম্মেলনে সুজন বলেন, ‘জানি না ওদের (বিদেশি) পারফরম্যান্স কালকের (ফাইনাল) জন্যই রয়ে গেছে কিনা। ওরা তো বড় খেলোয়াড়, বড় খেলায় জ্বলে উঠবে। আশা করছি ক্রিস কিংবা মুজিব (উর-রহমান) জ্বলে উঠবে, ব্রাভো (ডোয়াইন) তো ভাল করছেই। আমি চাই স্থানীয়রা ভাল খেলে যদি জিতি তাহলে বেশি আনন্দিত হবো।’

বিজ্ঞাপন

বরিশালের এই আনন্দে অবশ্য সেই শুরু থেকেই। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও রীতিমতো অবিশ্বাস্য ক্রিকেট খেলে চলেছেন সাকিব আল হাসান। বিপিএলে টানা পাঁচ ম্যাচ হয়েছেন ম্যাচ সেরা। পাশাপাশি মুনিম শাহরিয়ার, মেহিদী হাসান রানা, শফিকুল ইসলামের মতো তরুণ দেশিরাও পারফর্ম করছেন নিয়মিত।

ক্রিস গেইলের সামনে প্রায় সব ম্যাচেই শুরুতে উড়ন্ত ব্যাটিং করছেন মুনিম। বল হাতে ঝল দেখাচ্ছেন মেহেদী হাসান রানা, শফিকুল ইসলামরা। দেশি ক্রিকেটারদের এমন পারফরম্যান্সে বেজাই খুশি সুজন।

বরিশালের কোচ বলেন, ‘আমি এক দিক থেকে খুশি আসলে। আমার স্থানীয় খেলোয়াড়রা ভাল করেছে। গত ম্যাচে যেমন সাকিব পারফর্ম করেনি। কিন্তু মুনিম শাহরিয়ার ভাল খেলল, রানা যেভাবে শেষ করল আমি খুবই খুশি।’

বিজ্ঞাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত ২০২২ বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

খালেদ মাহমুদ সুজন ফরচুন বরিশাল বঙ্গবন্ধু বিপিএল-২০২২

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর