মিরপুরে নারিন ঝড়, দ্রুততম ফিফটির রেকর্ড
১৬ ফেব্রুয়ারি ২০২২ ২০:০৫ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২২ ২০:২৮
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়লেন ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনিল নারিন। অষ্টম বঙ্গবন্ধু বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে মাত্র ১৩ বলে ফিফটি করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স তারকা।
বিপিএলে দ্রুততম ফিফটির আগের রেকর্ডটি ছিল আহমেদ শেহজাদের। প্রথম বিপিএলের সেমিফাইনালে বরিশাল বার্নাসের হয়ে দুরন্ত রাজশাহীর বিপক্ষে মাত্র ১৬ বলে ফিফটি তুলে নিয়েছিলেন পাকিস্তানি তারকা। এতোদিন সেটাই ঠিল বিপিএলের দ্রুততম ফিফটির রেকর্ড।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট সেটডিয়ামে চট্টগ্রামের ১৪৮ রানের জবাব দিতে নেমে ব্যাটিং আর্ডারে উলট-পালট এনেছে কুমিল্লা। মাহমুদুল হাসান জয়ের বদলে ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গে নারিনকে পাঠায় দলটি। পাওয়ার প্লে’তে প্রতিপক্ষের বোলিং আক্রমণকে গুড়িয়ে দেওয়ার লক্ষ্যেই যে নারিনকে টপ অর্ডারে পাঠানো হয়েছিল সেটা বুঝাই যাচ্ছিল। ক্যারিবিয়ান তারকা সেটা করেও দেখালেন নিদারূনভাবে।
ইনিংসের প্রথম বলেই লিটন ফিরলেও পরিকল্পনায় অটুট থেকেছেন নারিন। তিনে নামা ইমরুল কায়েসকে নিয়ে অপরপ্রান্ত থেকে চট্টগ্রামের বোলিং ডিপার্টমেন্টকে স্রেফ কচুকাটা করতে চেয়েছেন ক্যারিবিয়ান তারকা।
১৩তম বলে মৃত্যুুঞ্জয় চৌধুরীকে গ্যালারিতে আছড়ে ফেলে ফিফটি পূর্ণ করতে ছক্কা মেরেছেন ৬টি, আর চার হাঁকিয়েছেন ৪টি। অর্থাৎ ফিফটি পর্যন্ত দৌড়ে রান নেননি ক্যারিবিয়ান তারকা। শেষ পর্যন্ত ফিরেছেন ১৬ বলে ৫৭ রান করে।
বিপিএলে দ্রুততম হলেও সব মিলিয়ে নারিনের ফিফটি স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে মাত্র ১২ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন ভারতের যুবরাজ সিং। পরে ক্রিস গেইল ২০১৬ সালে বিগ ব্যাশে এবং হযরতউল্লাহ জাজাই ২০১৮ সালে আফগানিস্তান প্রিমিয়ার লিগে ১২ বলে ফিফটি করেন।
এর আগে ১৩ বলে ফিফটি ছিল মার্কাস ট্রেসকোথিকের। ২০১০ সালের টি-টেন লিগে ১৩ বলে ফিফটি করেছিলেন তিনি। আজ তার সঙ্গে যুক্ত হলো নারিনের নাম।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত ২০২২ বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/