এক দিনের ব্যবধানে করোনা নেগেটিভ আফগান ক্রিকেটাররা
১৬ ফেব্রুয়ারি ২০২২ ২০:৪১
একদিন বাদেই স্বস্তির খবর পেলো বাংলাদেশ সফররত আফগানিস্তান ক্রিকেট দল। দ্বিতীয় করোনা পরীক্ষায় নেগেটিভ ফল এসেছে আফগান ক্রিকোরদের।
গতকাল জানা যায়, বাংলাদেশ সফররত আফগানিস্তান ক্রিকেট দলের ১২ সদস্য আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। ৮ জন ক্রিকেটার। বাকি ৪ জনের ৩ জন সাপোর্টিং স্টাফ এবং অপরজন এক ক্রিকেটারের স্ত্রী। তবে আজ দ্বিতীয় করোনা পরীক্ষায় সকলেরই নেগেটিভ ফল এসেছে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী।
তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে এসেছে আফগানিস্তান ক্রিকেট দল। অফিসিয়ালি সিরিজ শুরুর সময় ধরা হচ্ছে ১৯ তারিখ। কিন্তু সিরিজের আগে এক সপ্তাহের ক্যাম্প করতে চায় বলে আগেভাগে বাংলাদেশে এসেছেন আফগানরা।
১২ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছে ক্যাম্পের উদ্দেশ্যে সরাসরি সিলেট যায় আফগানিস্তান ক্রিকেট দল। এক দিনের কোয়ারেন্টাইন শেষ করে পরের দিন থেকে অনুশীলনে নেমে পড়েন সফরকারীরা। অনুশীলন ক্যাম্পের মধ্যেই মিলেছিল করোনা হানার খবর।
১৯ ফেব্রুয়ারি পর্যন্ত সিলেটে ক্যাম্প করার কথা আফগান ক্রিকেটারদের। ১৮ ফেব্রুয়ারি নিজেদের মধ্যে ভাগ হয়ে একটা অনুশীলন ম্যাচ খেলার কথা তাদের। এরপর ওয়ানডে সিরিজ খেলতে চট্টগ্রাম যাবেন সফরকারীরা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে- ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। সবগুলো খেলাই শুরু হবে বেলা ১১টা থেকে।
টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ৩ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ৫ মার্চ। খেলা দুটি শুরু হবে বিকেল ৩টা থেকে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত ২০২২ বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/