সর্বোচ্চ উইকেট শিকারী হতে চান মৃত্যুঞ্জয়
১৫ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৪৯
এবারের বঙ্গবন্ধু বিপিএলে নজর কেড়েছেন কোন তরুণ? এমন প্রশ্নে সবার আগে হয়তো মৃত্যুঞ্জয় চৌধুরীর নামই আসবে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে নিয়মিত ভালো বোলিং করে চলেছেন তরুণ এই পেসার। বিশেষ করে ডেথ ওভারে বারবার পাল্টে দিয়েছেন ম্যাচের গতিপথ। তরুণ পেসার বললেন, বিপিএলে সর্বোচ্চ উইকেটশিকারী হতে চান তিনি।
বিপিএল থেকে উঠে আসা ক্রিকেটার হিসেবে অনেকেই মৃত্যুঞ্জয়ের নাম বলছেন। আসন্ন আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তরুণ এই ক্রিকেটার জাতীয় দলে ডাক পাবেন কিনা সেটাও আলোচনা ছড়াচ্ছে ক্রিকেটপাড়ায়।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় তরুণ এই পেসার বলেন, ‘এই মৌসুমটা আমার বেশ ভালো যাচ্ছে। তাই লক্ষ্য সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় জায়গা করে নেওয়া। ৭ ম্যাচে আমার ১৪ উইকেট, সর্বোচ্চ উইকেট ১৭টা। চেষ্টা করব যত বেশী সম্ভব উইকেট সংগ্রহের।’
টুর্নামেন্টে শুরুর দুটি ম্যাচ মৃত্যুঞ্জয়কে খেলায়নি তার দল। আগামীকাল চট্টগ্রামের হয়ে কোয়ালিফায়ার খেলতে নামবেন মৃত্যুঞ্জয়। কাল জিততে পারলে ফাইনাল। অর্থাৎ আরও একটা বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন। তেমনটি হলে সর্বোচ্চ উইকেটশিকারী হওয়ার ভালো সুযোগই পাবেন তিনি।
আগামীকাল শক্তিশালী কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে কোয়ালিফায়ার খেলতে নামবে চট্টগ্রাম। অথচ কে-ই বা ভেবেছিল এতোদূর পৌঁছুবে দলটি। দলে বড় কোনো তারকা ছিল না। মাঠের বাইরে বিভিন্ন ঘটনা নিয়ে বিতর্ক উঠেছে বারবার। তিনবার অধিনায়ক পাল্টানো নিয়েও কম আলোচনা হয়নি। অবশ্য টুর্নামেন্টের শুরুটা দারুণ হয়েছিল। মৃত্যুঞ্জয় বলছেন, নিজেদের ভুলের কারণেই মাঝে অমন দুর্দশায় পড়তে হয়েছিল।
তিনি বলেন, ‘আমাদের দলটা তারুণ্যে ভরা। টুর্নামেন্টের শুরুর দিকে আমরা সবার ওপরেই ছিলাম। পরবর্তীতে নিজেদের ভুলেই পিছিয়ে পড়েছি। আমরা আমাদের ভুল থেকে শিখেছি। টানা তিন ম্যাচ জয় এবং কোয়ালিফায়ারে খেলা এ কারণেই সম্ভব হয়েছে।’
কুমিল্লার বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না জানালেন মৃত্যুঞ্জয়, ‘কুমিল্লার বিপক্ষে প্রধান পরিকল্পনাই হচ্ছে জয়। এটা যেহেতু ডু অর ডাই ম্যাচ, তাই ভালো একটা জয় নিয়ে ফাইনালে যেতে চাই।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত ২০২২ বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/