ফাইনালের টিকিট পেতে কুমিল্লার লক্ষ্য ১৪৪
১৪ ফেব্রুয়ারি ২০২২ ১৯:১৮ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২২ ১৯:২৬
মিরপুর শের-ই-বাংলায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। টস হেরে ব্যাট করতে নেমে কুমিল্লার দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৩ রান তুলতে পারে ফরচুন বরিশাল।
বরিশালের দুই ওপেনার মুনিম শাহরিয়ার এবং ক্রিস গেইল শুরুটা দুর্দান্ত করলেও পরের ব্যাটারদের কেউ খেলতে পারেননি বড় স্কোর। মাঝের ওভারগুলোতে কুমিল্লার বোলাররা দুর্দান্ত বোলিং করে চেপে ধরেন বরিশালকে। শেষ দিকে ব্রাভো এবং সোহান মিলে কিছুটা প্রতিরোধ গড়ে রানের গতি বাড়ানোর চেষ্টা করেন। কিন্তু এক ওভারেই এই দুই ব্যাটারকে তুলে নিয়ে বরিশালকে বড় সংগ্রহ গড়তে দেননি শহিদুল ইসলাম।
উদ্বোধনী জুটিতে পাওয়ার প্লে থেকে অর্ধশত রান তুলে ফেলেন মুনিম শাহরিয়ার এবং ক্রিস গেইল। তবে ৭ম ওভারের দ্বিতীয় বলে শহিদুল ইসলামের বলে ক্রিস গেইলের উইকেট হারানোর পরে ধস নামে বরিশালের ব্যাটিং অর্ডারে। আউট হওয়ার আগে গেইল ১৯ বলে ৪টি চারে করেন ২২ রান। দ্বিতীয় উইকেটেও মুনিম শাহরিয়ারের ব্যাট চলতে থাকে নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে। এই জুটি থেকে আসে ২৬ রান। তবে তানভির ইসলামের বলে এলবিডাব্লিউ হয়ে মুনিম ফেরেন দলীয় ৮৪ রানের মাথায়। আউট হওয়ার আগে ৩০ বলে ৪৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন এই তরুণ ওপেনার।
৯.২ ওভারে ৮৪ রানে দুই উইকেট পড়ার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে বরিশালের ব্যাটিং লাইনআপ। দলীয় ৮৬ রানের মাথায় সাকিব আল হাসান নিজের ভুলেই রান আউট হয়ে ফেরেন মাত্র ১ রান করে। এরপর শান্ত ফেরেন ১৩ রান করে। আর দলীয় রান ১০০ ছোঁয়ার আগে ফেরেন তাওহিদ হৃদয়ও। ১২.১ ওভারে ৯৪ রানে ৫ উইকেট হারানো বরিশাল ভরসা খুঁজছিলেন জিয়াউর এবং ব্রাভোর ব্যাটে। কিন্তু ১২ বলে ১৭ রান করে জিয়াউর ফেরেন নারিনের বলে উঠে এসে বড় শট খেলতে গিয়ে। এরপর সোহান ১৩ বলে ১১ আর ব্রাভো ২১ বলে ১৭ রান করলে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৩ রান তুলতে পারে ফরচুন বরিশাল।
কুমিল্লার হয়ে তিনটি উইকেট নেন শহিদুল ইসলাম। এছাড়া দুটি উইকেট নেন মঈন আলী আর একটি করে উইকেট নেন সুনীল নারিন এবং তানভির ইসলাম।
সংক্ষিপ্ত স্কোরকার্ড
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ২০ ওভার; ১৪৩/৮; (মুনিম ৪৪, গেইল ২২, শান্ত ১৩, সাকিব ১, জিয়াউর ১৭, তাওহিদ ১, ব্রাভো ১৭, সোহান ১১, মুজিব ৬*, রানা ০*); (নাহিদুল ১-০-১৬-০, মোস্তাফিজ ৪-০-২৮-০, নারিন ৪-১-১৬-১, তানভির ৪-০-৩৩-১, মঈন ৪-০-২৩-২, শহিদুল ৩-০-২৫-৩)।
টস: কুমিল্লা ভিক্টোরিয়ান্স টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ২০২২ বিপিএল। এবারের বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/
সারাবাংলা/এসএস
কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম সিলেট সানরাইজার্স টপ নিউজ প্রথম কোয়ালিফায়ার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২২ বিপিএল