Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএলে সর্বোচ্চ রান তুলেও অখুশি তামিম


১৪ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৩৩ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৩৬

বঙ্গবন্ধু অষ্টম বিপিএলটা দুর্দান্ত কাটল তামিম ইকবালের। এখন অবদি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। কিন্তু প্লে-অফের টিকিট পায়নি তামিমের দল মিনিস্টার ঢাকা। সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েও তাই খুশি হতে পারছেন না বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক।

তামিমের টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে কথা হচ্ছে অনেক আগ থেকে। ইনজুরি ও বিশ্রাম মিলিয়ে দীর্ঘদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টি বাইরে তামিম। এর মধ্যেই বিপিএলের শুরুতে আগামী ছয় মাস টি-টোয়েন্টি না খেলার ঘোষণা দেন। তারপর থেকেই যেন ব্যাটে রানের ফোয়ারা ফুটছে তরকা ক্রিকেটারের!

বিজ্ঞাপন

দল আগেভাগেই বাদ পরাতে তামিম খেলতে পেরেছেন ৯ ম্যাচ। যাতে এক সেঞ্চুরি, চার হাফ সেঞ্চুরিতে তামিমের রান ৪০৭। গড় ৫৮.১৪, স্টাইকরেট ১৩২.৫৮। তামিম বললেন, নিজে এর অর্ধেক রান করেও যদি দল শেষ চারে উঠত তাতেই তৃপ্তি বেশি পেতেন।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের এলিমিনিটর ম্যাচ চলাকালে হঠাৎ-ই প্রেসবক্সে হাজির তামিম। খানিকক্ষণ আড্ডা শেষে কথা বললেন বিভিন্ন বিষয়ে। বিপিএল কেমন কাটল, এমন প্রশ্নে তামিম বলেন, ‘দেখেন ব্যক্তিগতভাবে আমার জন্য ভালো ছিল। কিন্তু আপনি যখন ১৩-১৪ বছর ক্রিকেট খেলে ফেলবেন তখন ব্যক্তিগত পারফরম্যান্স নিজের কাছে ততোটা ম্যাটার করে না। আমি যা রান করেছি তার অর্ধেকও যদি করতাম আর আমার দল যদি সেমিফাইনালে (শেষ চার) খেলত সেটা আমার কাছে বেশি তৃপ্তি লাগত। দল হিসেবে আমরা বেশি ভালো খেলতে পারিনি, এটা হতাশার। আমাদের সুযোগ ছিল, কিন্তু আমরা তা কাজে লাগাতে পারিনি। তবে আমি মনে করি যে দলগুলো শেষ চারে উঠেছে তারা প্রতিটিই যোগ্য হিসেবেই উঠেছে।’

বিজ্ঞাপন

এবারের বিপিএলে বেশ কয়েকজন তরুণ আলো ছড়িয়েছেন। তরুণ পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী বল হাতে ডেথ ওভারে নিয়মিত তাক লাগাচ্ছেন। ফরচুন বরিশালের হয়ে শুরুতে ঝড় তুলে আলোচনায় এসেছেন মুনিম শাহরিয়ার। ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন মাহমুদুল হাসান জয়, স্পিনার তানভির ইসলামও।

তবে তামিম মনে করছেন, আরও যাচাই করার আছে তাদের। তামিম বলেন, ‘অনেকেই তো ভালো করেছে। দেখুন আমি আসলে তিন-চার-পাঁচ ম্যাচ দেখে কারও সম্পর্কে বিচার করার পক্ষে না। এ বছর যারা ভালো করছে আগামী বছরও যদি তারা ভালো করতে থাকে তাহলে আমরা তাদের নিয়ে কথা বলতে পারি।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত ২০২২ বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

 

টপ নিউজ তামিম ইকবাল বঙ্গবন্ধু বিপিএল-২০২২

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর