Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএলে দর্শক ফিরবে, কিন্তু বিক্রি হবে না টিকিট

স্পোর্টস ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২২ ১৯:০৮ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২২ ১৯:২৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর মাঠে গড়ালেও ছিল না কোনো দর্শক। করোনা মহামারির কারণে বাংলাদেশ সরকারের কাছ থেকে অনুমতি না মেলায় এবারের আসরে মাঠে দর্শক আনতে পারেনি বিপিএল। তবে প্লে-অফের আগে মিলেছে সরকারের অনুমতি। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির অংশীদার ও বিপিএল ফ্র‍্যাঞ্চাইজি সংশ্লিষ্টরা শেষ চারটি ম‍্যাচ মাঠে বসে দেখাতে পারবেন।

রোববার (১৩ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মলেন বিসিবি’র গণমাধ‍্যম ও যোগাযোগ কমিটির প্রধান তানভির আহমেদ টিটো জানান, মাঠে দর্শক ফেরানোর অনুমিত পেয়েছে বিপিএল।

বিজ্ঞাপন

দর্শকহীন বিপিএলেও টিকিট ‘কালোবাজারি’, স্বাস্থ্যবিধি নিয়েও প্রশ্ন

মাঠে দর্শক ফেরানোর ব্যাপারে তিনি বলেন, ‘তিন থেকে চার হাজার দর্শক মাঠে খেলা দেখতে আসতে পারবে। তবে এখানে যেন বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, সেজন্য টিকেট বিক্রি করতে হচ্ছে না, বিক্রিতে যাচ্ছি না।’

টিটো আরও বলেন, ‘সিদ্ধান্তটা এভাবে হয়েছে যেহেতু আমাদের কোভিড প্রটোকল মানতে হচ্ছে। কোভিডের জন্য নির্দিষ্ট সংখ্যক দর্শকদের খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। আমরা যদি বাইরে টিকেট বিক্রি করতে চাই, তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। এ কারণেই ফ্রাঞ্চাইজিগুলোর সঙ্গে যারা যারা সম্পৃক্ত, তাদের মাধ্যমে আমরা টিকেটগুলো দর্শকদের কাছে পৌঁছে দেব। যেন তিন থেকে চার হাজার দর্শক মাঠে ছড়িয়ে বসে সামাজিক দূরত্ব বজায় রেখে খেলা দেখতে পারে।’

মাঠে খেলা দেখতে আসতে হলে মানতে হবে শতভাগ স্বাস্থ্যবিধি। এ ব্যাপারে টিটো বলেন, ‘অবশ্যই সেখানে আমাদের যে স্বাস্থ্যবিধির ব্যাপারগুলো আছে, সরকারের যে নির্দেশনা আছে সেগুলো মানতে হবে। মাস্ক অবশ‍্যই পরতে হবে, ভ্যাকসিন নেওয়ার সার্টিফিকেট যাদের আছে, সেগুলো নিয়ে খেলা দেখতে আসতে হবে, কালকের ম্যাচ থেকে।’

বিজ্ঞাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ২০২২ বিপিএল। এবারের বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

সারাবাংলা/এসএস

টপ নিউজ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২২ বিপিএল বিপিএলে দর্শক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর