আইপিএল নিলাম: মোস্তাফিজকে কিনল দিল্লি
১২ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৪৯ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৫৬
সাকিব আল হাসান অবিক্রিত থাকলেও আইপিএল নিলামে দল পেয়েছেন বাংলাদেশের অপর তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে বাংলাদেশি পেসারকে কিনেছে দিল্লি ক্যাপিটালস।
শনিবার (১২ ফেব্রুয়ারি) বেঙ্গালুরুর হোটেল আইটিসি গার্ডেনিয়ায় অনুষ্ঠিত হচ্ছে এবারের আইপিএল নিলাম। আজ এবং আগামীমাল এই দুই দিন অনুষ্ঠিত হবে নিলাম। আজ প্রথম দিনের নিলামে পেসারদের নিয়ে টানাটানি লেগে যেতে দেখা গেছে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে। তবে মোস্তাফিজকে নিয়ে দিল্লি ছাড়া অন্য কোনও দলের আগ্রহ দেখা যায়নি।
ডাকে মোস্তাফিজের নাম উঠলে আগ্রহ দেখায় দিল্লি। পরে আর কোনও দল আগ্রহ না দেখালে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতেই বাংলাদেশি পেসারকে পেয়ে যায় দিল্লি।
২০১৬ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএল অভিষেক মোস্তাফিজ। সেবার ১৬ ম্যাচ খেলে ৬.৯০ ইকোনোমিক রেটে ১৬ উইকেট নিয়ে ‘ইমার্জিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশি পেসার।
গত আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন ১৪ ম্যাচ। যাতে ওভারপ্রতি ৮.৪১ করে রান দিয়ে ১৪ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ। সব মিলিয়ে এখন পর্যন্ত আইপিএলে ৩৮ ম্যাচ খেলেছেন। যাতে ৭.৮৪ ইকোনোমিক রেটে মোস্তাফিজের উইকেট সংখ্যা ৩৮।
এদিকে, চলতি বিপিএলে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়ে চলা সাকিব আল হাসান আজ দল পাননি। অবশ্য আগামীকাল দল পাওয়ার ক্ষীণ সম্ভবনা রয়েছে বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডারের।