Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এখনো দল পাওয়ার সম্ভাবনা আছে অবিক্রিত সাকিবের

স্পোর্টস ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২২ ১৫:২৭ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২২ ১৭:০৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে টানা পাঁচ খেলায় সেরা খেলোয়াড়ের পুরষ্কার জিতেছেন সাকিব। ব্যাট কিংব বল দুই দিক দিয়েই দলকে নেতৃত্ব দলকে। তবে দুর্দান্ত ফর্মে থাকার পরেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে কোনো দলই তার জন্য বিড করেনি। আর এতেই অবিক্রিত থেকে গেছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার।

নিলামের প্রথম দিন অবিক্রিত থাকলেও এখনই শেষ হয়ে যায়নি সাকিবের আইপিএল খেলার সম্ভাবনা। নিলামের দ্বিতীয় দিনে অবিক্রিত খেলোয়াড়দের আবারও ডাকা হলে কোনো দল প্রয়োজন মনে করলে নিতে পারে তাকে। অথবা দল গঠনের শেষ ধাপে গিয়ে দলগুলোর চাহিদাতেও কোনো খেলোয়াড়কে ফের নিলামে ডাকা হতে পারে।

বিজ্ঞাপন

আইপিএলের মেগা নিলাম চলছে শনিবার বেঙ্গালুরুতে। দুই দিনব্যাপী নিলাম চলবে রোববারও। এবারই প্রথম আইপিএল হতে যাচ্ছে ১০ দল নিয়ে।

২০০৯ আইপিএলে প্রথম নিলামে নাম তুলেছিলেন সাকিব। সেবার কোনো দল তাকে নেয়নি। পরে অবিক্রিত থেকে যান ২০১০ আইপিএলেও। পরের বছর ২০১১ তে প্রথমবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে শুরু হয় সাকিবের আইপিএল যাত্রা। সেবার তাকে দলে নিতে ৪ লাখ ২৫ হাজার ডলার খরচ করেছিল কেকেআর। এরপর থেকে ভারতের এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে তিনি ছিলেন নিয়মিত মুখ।

২০১৪ আইপিএলের আগে কলকাতা তাকে ধরে রাখে ২ কোটি ৮০ লাখ রুপিতে। কলকাতার হয়ে ৭ মৌসুমে ৬ বার অংশ নেওয়ার পর তাকে ছেড়ে দেয় দলটি। ২০১৮ আইপিএলে তাকে ২ কোটি রুপিতে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদের হয়ে খেলেন তিনি দুটি আসরে। এরপর গত আসরে আবার ফেরেন কলকাতায়। ২০২১ সালের নিলামে সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।

বিজ্ঞাপন

কেবল ২০১৩ আসরে তিনি খেলেননি, ২০২০ আসরে খেলতে পারেননি আইসিসির নিষেধাজ্ঞার কারণে। এছাড়া সব আসরেই তাকে দেখা গেছে মাঠে।

তবে গেল আসরটা ব্যাটে-বলে ভালো সময় কাটেনি সাকিবের। ৮ ম্যাচে মাত্র ৯.৪০ গড় ও ৯৭.৯১ স্ট্রাইক রেটে রান করেছিলেন মোট ৪৭, উইকেট নিয়েছিলেন ৪টি। আর সেই পারফরম্যান্সের কারণেই কিনা এবারের নিলামে কোনো দল বিডই করেনি তার জন্য।

এবারের নিলামে বাংলাদেশ থেকে আরও আছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, লিটন কুমার দাস ও শরিফুল ইসলাম।

নিলামে এবার অবিক্রিত থাকাদের মধ্যে এখনও পর্যন্ত আছে স্টিভেন স্মিথ, সুরেশ রায়না, ডেভিড মিলারের মতো নামও।

সারাবাংলা/এসএস

অবিক্রিত সাকিব আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সাকিব আল হাসান

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর