প্লে-অফ নিশ্চিতের ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে চট্টগ্রাম
১২ ফেব্রুয়ারি ২০২২ ১২:০৩ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২২ ১৪:০৮
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে-অফের টিকিট নিশ্চিতের লড়াইয়ে সিলেট সানরাইজার্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এই ম্যাচে চট্টগ্রামকে নেতৃত্ব দিচ্ছেন আফিফ হোসেন।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ
জাকির হাসান, উইল জ্যাকস, আফিফ হোসেন (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, শামিম হোসেন, চ্যাডউইক ওয়াল্টন, আকবর আলী, বেনি হাওয়েল, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ এবং মৃত্যুঞ্জয় চৌধুরী।
সিলেট সানরাইজার্স একাদশ
কলিন ইনগ্রাম, লেন্ডল সিমন্স, এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), রবি বোপারা (অধিনায়ক), আলাউদ্দিন বাবু, মোসাদ্দেক হোসেন সৈকত, মিজানুর রহমান, সোহাগ গাজী, শফিউল হায়াত, জুবায়ের হোসেন এবং স্বাধীন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ২০২২ বিপিএল। এবারের বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/
সারাবাংলা/এসএস
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বনাম সিলেট থান্ডার্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২২ বিপিএল