Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টানা পাঁচ ম্যাচে ম্যাচ সেরা!


১১ ফেব্রুয়ারি ২০২২ ২২:১১ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২২ ২৩:৩৫

বঙ্গবন্ধু অষ্টম বিপিএলে রীতিমতো অবিশ্বাস্য ক্রিকেট খেলে চলেছেন সাকিব আল হাসান। বোলিংয়ের পাশাপাশি এবারের বিপিএলে প্রতিনিয়ত ব্যাট হাতেও তাক লাগিয়ে দিচ্ছেন সাকিব। দুই বিভাগেই দুর্দান্ত ক্রিকেট খেলা সাকিব ফরচুন বরিশালের হয়ে টানা পাঁচ ম্যাচ নির্বাচিত হলেন ম্যাচ সেরা ক্রিকেটার।

ক্রিকেট ইতিহাসে অতীতে এমন কীর্তি কেউ গড়তে পেরেছেন কিনা সন্দেহ! বিপিএলে টানা তিন ম্যাচে ম্যাচ সেরার পুরস্কার জেতার কীর্তিই গড়তে পারেননি কোনো ক্রিকেটার।

বিজ্ঞাপন

বিপিএলে সবশেষ সাত ম্যাচ অপরাজিত সাকিবের দল ফরচুন বরিশাল।  ছয়টিতে জিতেছে দলটি, বাকি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। বরিশালের ছয় জয়ের সর্বশেষ পাঁচটিতেই ম্যাচ সেরা হয়েছেন সাকিব। পাঁচ নম্বর ম্যাচ সেরা হয়েছেন আজ মিনিস্টার ঢাকার বিপক্ষে।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বল হাতে মাত্র ২১ রান খরচায় ১ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে মাত্র ২৯ বলে ৫১ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছেন বরিশালের অধিনায়ক। সাকিবের ইনিংসে চার ৬টি, ছক্কা ২টি। এমন পরফরম্যান্সের পর ম্যাচ সেরা পুরস্কার কী আর অন্য কারও হাতে উঠতে পারে!

এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলা সাকিব ১৬ উইকেট নিয়ে উইকেটশিকারীদের তালিকায় আছেন দুই নম্বরে। আর ব্যাটিংয়ে ১০ ম্যাচে দেড়শর বেশি স্ট্রাইকরেটে তার রান ৩২৭। এ যাবত ১৬টি ছক্কা মেরেছেন সাকিব। টুর্নামেন্টে এখন পর্যন্ত যা সর্বোচ্চ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত ২০২২ বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

বিজ্ঞাপন

টপ নিউজ বঙ্গবন্ধু বিপিএল-২০২২ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর