মঈনের বিধ্বংসী ৭৫, দৌড়ে ১৭ বাউন্ডারিতে ৫৮
১১ ফেব্রুয়ারি ২০২২ ১৫:৫২ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২২ ১৭:০৯
দক্ষিণ আফ্রিকা সিরিজে দুর্দান্ত ক্রিকেট খেলে এসেছিলেন বলে বঙ্গবন্ধু অষ্টম বিপিএলে মঈন আলীকে নিয়ে বাড়তি প্রত্যাশাই ছিল। কিন্তু সেভাবে জ্বলে উঠতে পারছিলেন না ইংলিশ অলরাউন্ডার। আজ সেই অপূর্ণতা ঘোচালেন দুর্দান্তভাবে। বিপিএলের ২৭তম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ৭৫ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স তারকা।
কুমিল্লার প্লে-অফ নিশ্চিত হয়েছে আগেই। টেবিলের সেরা দুই দল হিসেবে লিগ পর্ব শেষ করতে পারবে কিনা সেটাই চ্যালেঞ্জ কুমিল্লার। এমন ম্যাচে মন খুলে ব্যাটিং করেছেন মঈন।
ইমরুল কায়েস আউট হওয়ার পর ক্রিজে এসেছিলেন ইনিংসের দশম ওভারে। প্রথম ৭ বলে মঈনের রান ছিল মাত্র ৪। সেখান থেকেই যে ঝড় তুলবেন সেটা কে ভেবেছিল! পরের ওভারেই মেহেদি হাসানকে ছক্কা মেরেছেন তিনটি। ফিফটি ছুয়েছেন ২৩ বলে। ফিফটি ছুতে ইংলিশ তারকা ছক্কা মেরেছিলেন ৭টি।
৭৫ রান করে ফেরার আগে ছক্কা মেরেছেন আরও ২টি। চার একটি। অর্থাৎ ৭৫ রানের মধ্যে চার-ছয় থেকেই ৫৮ রান তুলেছেন তারকা অলরাউন্ডার। আর ১১ সিঙ্গেলে দৌড়ে রান নিয়েছেন ১৭টি।
মঈনের এমন বিধ্বংসী ব্যাটিংয়ে রানের পাহাড় গড়েছে তার দল কুমিল্লা। প্রথমে ব্যাটিং করতে নেমে খুলনার বিপক্ষে ১৮৮ রান করেছে দলটি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত ২০২২ বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/
কুমিল্লা ভিক্টোরিয়ান্স টপ নিউজ বঙ্গবন্ধু বিপিএল-২০২২ মঈন আলী