Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অফ ফর্ম নিয়ে চিন্তা নেই শান্তর


১০ ফেব্রুয়ারি ২০২২ ২০:১৭ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২২ ২০:২০

বঙ্গবন্ধু অষ্টম বিপিএলে রীতিমতো উড়ছে  ফরচুন বরিশাল। এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে মাত্র ২টিতে হেরেছে দলটি। সাকিব আল হাসানের কাঁধে ভর করে সবার আগে বিপিএলের প্লে-অফ নিশ্চিত করেছে বরিশাল। তবে বরিশাল যতোটা উজ্জ্বল দলটির তরুণ তারকা নাজমুল হোসেন শান্তর পারফরম্যান্স ততোটাই অনুজ্জ্বল।

৮ ম্যাচ খেলে ১৩৫ রান করেছেন শান্ত। গড় ১৯.২৮। স্ট্রাইক রেটও একশর নিচে, ৯০.০১। তবে শান্ত বলছেন, ব্যাটিং নিয়ে চিন্তিত নন তিনি। এক-দুটা ভালো ইনিংসের প্রত্যাশায় আছেন। আশা করছেন, তারপরই পাল্টে যাচ্ছে গল্পটা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তরুণ ক্রিকেটার সাংবাদিকদের বলছিলেন, ‘টি-টোয়েন্টি খেলাটাই এমন। প্রতিদিন সবাই ভাল করতে এমন না। একেক ম্যাচে একেকজন ভাল করছে। তো আশা করব এই ধারাবাহিকতাটা থাকবে। ব্যাটিং নিয়ে আমি খুব বেশি চিন্তিত না। টি-টোয়েন্টিতে এমন হতেই পারে। আশাকরি একটা-দুটা ভাল ইনিংস আমাকে আগের আত্মবিশ্বাস ফিরিয়ে দিবে। তাই ব্যাটিং নিয়ে আমি চিন্তিত না।’

জাতীয় দলের নির্বাচকরা কিন্তু স্বাভাবিকভাবেই চিন্তিত। কারণ শুধু শান্ত একা নন, চলতি বিপিএলে জাতীয় দলের কোনো তরুণই ব্যাট হাতে সেভাবে পারফর্ম করতে পারছেন না। কদিন আগে চিন্তার কথা সরাসরিই জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

বরিশালের প্লে-অফ নিশ্চিত। সে হিসেবে আগামী ম্যাচ না জিতলেও চলবে। তবে দলটি এতটুকুও ছাড় দিতে প্রস্তুত নয়। শান্ত জানালেন, তার দল আগের ম্যাচগুলো যতোটা গুরুত্ব দিয়ে খেলেছিল আগামী ম্যাচগুলোও তেমন গুরুত্ব দিয়ে খেলবে।

শান্ত বলেন, ‘অবশ্যই আমরা জেতার জন্যই খেলবো। সামনে যে ম্যাচগুলো আছে সবগুলোই খুব গুরুত্বপূর্ণ। এখন গত ম্যাচগুলোতে যে ভুল করেছি সামনে চাইবো যেন ওই ভুলগুলো না হয়। এভাবে পরের ম্যাচটা খেলতে পারলে সামনের ম্যাচগুলো সহজ হবে।’

বিজ্ঞাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত ২০২২ বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

নাজমুল হোসেন শান্ত ফরচুন বরিশাল বঙ্গবন্ধু বিপিএল-২০২২

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর